Advertisement
  • দে । শ
  • জুলাই ১৬, ২০২৪

পরিষেবায় পক্ষপাতিত্বের অভিযোগ। সভা চলাকালীন পঞ্চায়েত অফিসে তালা বিরোধীদের।বিশৃঙ্খলা তৈরি করাই ওদের কাজ, দাবি শাসকদলের

আরম্ভ ওয়েব ডেস্ক
পরিষেবায় পক্ষপাতিত্বের অভিযোগ। সভা চলাকালীন পঞ্চায়েত অফিসে তালা বিরোধীদের।বিশৃঙ্খলা তৈরি করাই ওদের কাজ, দাবি শাসকদলের

সাধারণ সভা চলাকালীন পঞ্চায়েতে তালা লাগিয়ে দিল বিরোধীরা। খবর পেয়ে গ্রামবাসীরা এসে তালা ভেঙে প্রধান, উপপ্রধান সহ তৃণমূল সদস্যদের মুক্ত করলেন।

বসিরহাট ১ ব্লকের পিফা পঞ্চায়েতের ঘটনায় ওই পঞ্চায়েতের ২৬ জন সদস্যের মধ্যে ১৭ জন সদস্য তৃণমূলের। কংগ্রেস , সিপিএম, আইএসএফ মিলে বিরোধী সদস্য ৯ জন। এদিন তৃণমূল পরিচালিত পিফা পঞ্চায়েতে সাধারণ সভা চলছিল। বিরোধীরা সেই সভা বয়কট করে। পঞ্চায়েতের উপপ্রধান আলমগীর মন্ডল অভিযোগ করেন, ‘‌বিরোধীরা সভায় না এসে পরিকল্পিত ভাবে পঞ্চায়েতের গেটে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। দোতলায় তখন সভা চলছিল। গ্রামবাসীরা খবর পেয়ে এসে তালা ভেঙে আমাদের বার করে আনে।’‌ তিনি বলেন, ‘‌পঞ্চায়েতের কাজ নিয়ে ওরা আলোচনায় না এসে বিশৃঙ্খলা তৈরি করেছে।’‌

পঞ্চায়েতের বিরোধী দলনেতা কংগ্রেসের আব্দুল কাদের বলেন, ‘‌পঞ্চায়েতে বিরোধীদের কোন মূল্য নেই। বিরোধী সদস্যদের জন্য এলাকার উন্নয়নের কোন কাজ বরাদ্দ হয় না। বর্ষার সময় ত্রিপল পর্যন্ত বিরোধী সদস্যদের দেওয়া হয় না।’‌ এই অভিযোগ অস্বীকার করেছেন, উপপ্রধান আলমগীর মন্ডল তিনি বলেন, ‘‌আপনারা গিয়ে দেখুন সিপিএম, কংগ্রেস যে বুথে জিতেছেন সেখানে মমতা ব্যানার্জির উন্নয়ন পৌঁছেছে কিনা। পথশ্রী রাস্তা থেকে শুরু করে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা সবই হয়েছে।’‌ তিনি বলেন, ‘‌ব্লক থেকে যে ত্রিপল এসেছে তা ২৬ জন সদস্য কে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। আসলে ওরা উত্তেজনার পরিবেশ তৈরি করতে চাইছে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!