- এই মুহূর্তে দে । শ
- জুন ৩, ২০২৩
ভয়াবহ রেল দুর্ঘটনার দায় স্বীকার করে পদত্যাগ করুক রেলমন্ত্রী, দাবি বিরোধীদের

শুক্রবার, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ওড়িশায় ভয়াবহ তিনটি ট্রেনের মধ্যে সংঘটিত দুর্ঘটনার জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি করেছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে কেন্দ্র বিরোধী নেতাদের ওপর গুপ্তচরবৃত্তি করার জন্য সফ্টওয়্যার কিনতে কোটি কোটি টাকা ব্যয় করতে পারে অথচ এই জাতীয় দুর্ঘটনা রোধ করতে ট্রেনে সংঘর্ষ-বিরোধী ডিভাইস কেনার ক্ষেত্রে এই সরকারের কত অবহেলা।
প্রসঙ্গত , বিরোধী দলের নেতারা, ওড়িশা ট্রেন দুর্ঘটনায় প্রায় ৩০০ জন যাত্রীর মৃত্যুর জন্য শোক প্রকাশ করার সময়, রেলওয়ে সিগন্যালিং সিস্টেম নিয়ে প্রশ্ন তুলেছেন, তাঁরা মনে করেন, দুর্ঘটনার কারণ সিগনালিং সিস্টেমের গলদ।
প্রসঙ্গত শুক্রবার বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমন্ডল এক্সপ্রেস এবং একটি পণ্যবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের ফলে ঘটে যাওয়া দুর্ঘটনায় কমপক্ষে ২৮০ জন মারা গেছে, এবং ৯০০ জনেরও বেশি আহত হয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বন্দে ভারত ট্রেন এবং নবনির্মিত রেলওয়ে স্টেশনগুলির মাধ্যমে “জনগণকে বিভ্রান্ত করে” রাজনৈতিক সমর্থন আদায়ের জোরদার চেষ্টা চালাচ্ছে ও নিজেদের গর্বিত মনে করছে, কিন্তু নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি থেকেই যাচ্ছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দরিদ্র এবং প্রান্তিক মানুষ “কেন্দ্রের উদাসীনতা” এবং এই জাতীয় ক্রিয়াকলাপের শিকার বার বার হচ্ছে। বিমুদ্রাকরণ, জিএসটি, লকডাউন, খামার আইন বা অপর্যাপ্ত রেল সুরক্ষা ব্যবস্থার ঘাটতির ফলে সাধারণ মানুষের জীবনে অন্ধকার ঘনিয়ে আসছে।
অভিষেক তাঁর ফেসবুকে লিখেছেন, “আমার হৃদয় সেই পরিবারের প্রতি অবনত যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। যদি বিবেকের বলে কিছু থেকে থাকে তাহলে রেলমন্ত্রীর এখনই পদত্যাগ করা উচিত!”
তৃণমূলের মুখপাত্র সাকেত গোখলে এই প্রসঙ্গে অভিষেকের সুরেই টুইট করে লিখেছেন, “আক্রান্তদের এবং তাঁদের পরিবারের জন্য আমার আন্তরিক প্রার্থনা। সিগনালিং সিস্টেমের গাফিলতির জন্য ৩টি ট্রেন এই দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে, এই ঘটনা মর্মান্তিক, অবিশাস্য এই নিয়ে প্রশ্ন উঠছে, এমন গুরুতর প্রশ্নের উত্তর দেওয়া দরকার।”
শনিবার, এই দুর্ঘোটনার বিষয়ে কংগ্রেসের তরফে বলা হয়েছে, ওড়িশায় “ভয়াবহ” ট্রেন দুর্ঘটনা কেন ঘটলো? রেলের ক্ষেত্রে সর্বদা নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া উচিত কিন্তু সেটা কি হচ্ছে? এই বিষয়ে প্রশ্ন উত্থাপন করা দরকার।
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ একটি টুইট বার্তায় লিখেছেন, ওড়িশায় ট্রেন দুর্ঘটনা সত্যিই ভয়ঙ্কর এবং এই ঘটনা বড়ই বেদনার বিষয়।
❤ Support Us