Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ৩০, ২০২৩

দেশের চার অঞ্চলের চার মুখ, না খড়্গে। কে হবেন ইন্ডিয়া জোটের আহ্বায়ক ? তৃতীয় বৈঠকের আগেই বিরোধী শিবিরে চিন্তাভাবনা শুরু

আরম্ভ ওয়েব ডেস্ক
দেশের চার অঞ্চলের চার মুখ, না খড়্গে। কে হবেন ইন্ডিয়া জোটের আহ্বায়ক ?  তৃতীয় বৈঠকের আগেই বিরোধী শিবিরে চিন্তাভাবনা শুরু

মুম্বই-এ ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক শুরুর  আগে বিরোধী জোট ইন্ডিয়ার চেয়ারপার্সন এবং আহ্বায়ক নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু হল বিরোধী শিবিরে। প্রাথমিক ভাবে স্থির হয়েছিল, জোটের সার্বিক আহ্বায়ক হিসেবে কাউকে রাখা হবে না। কেন না, তা হলে সেই ব্যক্তিকে সরাসরি এনডিএ-র সর্বাধিনায়ক নরেন্দ্র মোদির প্রতিপক্ষ মুখ হিসাবে দাঁড় করাবে বিজেপি। কিন্তু বুধবার সকালে কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল, ডিএমকে-র মতো কিছু দলের কাছে একটি নতুন প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। সেই প্রস্তাবে বলা হচ্ছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গেকে ইন্ডিয়া-র চেয়ারপার্সন করার কথা ভাবা হোক। এই প্রস্তাবের পক্ষে কংগ্রেস যে যুক্তি দিচ্ছে, তাতে তৃণমূলের পক্ষ থেকে কোনও অসম্মতি নেই বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তবে তৃণমূল বা ডিএমকে-র আপত্তি না থাকলেও জোটের নেতা হিসাবে কংগ্রেসের সভাপতিকে মানতে চাইবে না আম আদমি পার্টি। এখনও পর্যন্ত তাদের সঙ্গে এই নিয়ে আলোচনা হয়ওনি কংগ্রেসের। পাশাপাশি নেতৃত্বের আকাঙ্খা রয়েছে জেডিইউ নেতা নীতীশ কুমারেরও। সে ক্ষেত্রে কংগ্রেসের যুক্তি, মুম্বইয়ে ইন্ডিয়া জোটের যে সমন্বয় কমিটি তৈরি হবে, তার আহ্বায়কের দায়িত্ব নীতীশকে দিয়ে দেওয়া হলে তিনি কিছুটা শান্ত থাকবেন তিনি।

তবে আপাত ভাবে যেটা বোঝা যাচ্ছে তাতে মুম্বইয়ে সবাই ইন্ডিয়া-র তৃতীয় বৈঠকে না-বসলে যে এ ব্যাপারে ঐকমত্য যে তৈরি হবে না, সে সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু তার আগে অর্থাৎ আগামিকালও বিভিন্ন দলের নেতাদের মধ্যে চলবে ঘরোয়া স্তরে আলোচনা। আরও একটি নতুন প্রস্তাব আজ আলোচনায় উঠে এসেছে বলে সূত্রে জানা গিয়েছে। তা হল, জোটের একজন মাত্র আহ্বায়ক থাকলে নেতৃত্বের প্রশ্নে বিভ্রান্তি আসতে পারে, আর তাতে নরেন্দ্র মোদিও বাড়তি সুবিধা পেয়ে যেতে পারেন। কিন্তু একের বদলে যদি চার জন নেতাকে ইন্ডিয়ার আহ্বায়ক করা যায়, তা হলে জোটের ভিতর কোনও বঞ্চনার প্রশ্ন উঠবে না। তাঁরা কেউই দলের প্রথম সারির নেতাও হবেন না, ফলে এঁদের সঙ্গে মোদির তুলনা করার বিষয়টিও তৈরি হবে না। উত্তর, পূর্ব, পশ্চিম এবং দক্ষিণ দেশের এই চারটি অঞ্চল ভাগ করে, এক একটি অঞ্চলের জন্য এক এক জন আহ্বায়ক ঠিক করা হতে পারে। সে ক্ষেত্রে উত্তর থেকে কংগ্রেস এবং দক্ষিণ থেকে ডিএমকে-র প্রতিনিধিই থাকতে পারেন। পূর্বে দাবিদার রয়েছে তৃণমূল এবং জেডিইউ। সে ক্ষেত্রে নীতীশ যদি নিজে সমন্বয় কমিটিরই আহ্বায়ক হয়ে যান, তা হলে তৃণমূল থেকেই ইন্ডিয়া জোটের পূর্ব অঞ্চলের  আহ্বায়ক বাছাই করা হতে পারে। তবে রাজনৈতিক অভিজ্ঞদের মতে, এই সব কিছুই আপাতত প্রস্তাব, চিন্তাভাবনার স্তরে রয়েছে। শেষ পর্যন্ত সব দলগুলির ঐকমত্যের ভিত্তিতেই যা হওয়ার হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!