- দে । শ
- মে ৮, ২০২৪
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িষ্যায় বর্জ্রবিদ্যিুত সহ বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি আবহাওয়া দফতরের।কাকদ্বীপে নদী বাঁধে ধস, আতঙ্কে গ্রামবাসীরা

সোমবার বিকেল থেকেই সমুদ্র উপকূলবর্তী দক্ষিণবঙ্গে সুরু হয়েছে তীব্র জলচ্ছ্বাস । ইতিমধ্যেই সমুদ্র তীরবর্তী অঞ্চলে ঝোড়ো অবহাওয়ার পুর্বাভাস এবং সতর্কবার্তা আগেই জারি করেছিল হাওয়া দফতর । আজ ফের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িষ্যায় বর্জ্রবিদ্যিুত সহ বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করল আবহাওয়া দফতর ।
মঙ্গলবার রাতেই অমাবস্যার কোটাল ও ঝড়- বৃষ্টির জেরে সুন্দরবনের কাকদ্বীপে নদীবাঁধে বড়সড় ধস নামে । গঙ্গাসাগর দ্বীপের মুড়িগঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চক ফুলডুবি গ্রামে প্রায় ৯০০ মিটার মাটির নদী বাঁধের মধ্যে ৪০০ মিটার ভেঙ্গে যায় । বড়ো ফাটল দেখা দেয় বাঁধ জুড়ে । এর জেরে প্রবল আতঙ্কে রয়েছেন কাকদ্বীপের বুধাখালি গ্রাম পঞ্চায়েতের সাতেরঘেরি এলাকার বাসিন্দারা । আজ সকাল থেকেই কাকদ্বীপ মহকুমায় মুষল ধারায় বৃষ্টি হচ্ছে । দমকা ঝোড়ো বাতাসও আছে ৷ সুন্দরবন এলাকায় আগে থেকেই সতর্কতা জারী করেছিল পুলিশ প্রশাসন । মাইকিং ও করা হয় ।
ধসের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ এবং মুনিগঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান। ফি বছরই এই সমস্যার মুখে পরে এই অঞ্চল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ইয়াস ঝড়ে সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হয়েছিল ওই বাঁধ। দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে অঞ্চলে বৃষ্টি হচ্ছে। বাড়ছে নদীর জল। উদ্বেগে বিনিদ্র রাত কাটছে তাদের। বর্ষার আগে বাঁধের মেরামতি না হলে নদীর জলোচ্ছ্বাস ও টানা বৃষ্টির জেরে গোট বাঁদ ভেঙেই বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের ।
❤ Support Us