Advertisement
  • ভা | ই | রা | ল
  • জুন ৯, ২০২২

চিড়িয়াখানায় শিম্পাঞ্জি ও পর্যটকের টানাটানি, রক্তাক্ত যুবক

আরম্ভ ওয়েব ডেস্ক
চিড়িয়াখানায় শিম্পাঞ্জি ও পর্যটকের টানাটানি, রক্তাক্ত যুবক

ইন্দোনেশিয়ার চিড়িয়াখানায় খাঁচায় থাকা শিম্পাঞ্জির রোষে ভয়াবহ অভিজ্ঞতার শিকার এক পর্যটক। শেষ পর্যন্ত রক্তাক্তও হতে হল তাঁকে।
আর এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ামাত্রই ভাইরাল।যুবকটি চিড়িয়াখানায় সময় কাটাচ্ছিলেন আনন্দেই । বেশ খোশমেজাজ ছিল তাঁর। হঠাৎ শিম্পাঞ্জির খাঁচার সামনে গিয়েই কী মনে করে, শিম্পাঞ্জিকে বুকে টেনে নেওয়ার ভঙ্গিমায় হাত বাড়ান। অতর্কিতেই শিম্পাঞ্জি যুবকের গেঞ্জি ধরে ফেলেন। তাঁকে শিম্পাঞ্জির কবলমুক্ত করার চেষ্টা করেন আরও একজন। তবে সে বাধায় বিশেষ লাভ হয়নি। কখনও হাত, আবার কখনও গেঞ্জি ধরে টেনেহিঁচড়ে খাঁচার সামনে যুবককে নিয়ে আসে শিম্পাঞ্জি। এরপর পা চেপে ধরে সে। তারপর নিমেষেই পায়ে কামড় দেয় শিম্পাঞ্জি।

https://twitter.com/neutralizm_/status/1534002230000775168?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1534002230000775168%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Foffbeat%2Forangutan-attacks-man-through-cage%2F

ইন্দোনেশিয়ার চিড়িয়াখানায় ঘটে যাওয়া এই ভয়াবহ কাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। ইন্টারনেটের দৌলতে ওই ভিডিও প্রায় বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে সর্বত্র। যে দেখছেন, সেই ভয়ে কার্যত আঁতকে ওঠেন। শিম্পাঞ্জির এহেন হিংস্র আচরণে অবাক প্রায় সকলেই।

উল্লেখ্য, এর আগে জামাইকার চিড়িয়াখানায় ভাইরাল ভিডিও অনুযায়ী, এক অত্যুৎসাহী যুবককে সিংহকে বিরক্ত করতে দেখা যায়। সটান পশুরাজের খাঁচার ভিতরে হাত ঢুকিয়ে দেন। এমনকী, সিংহের মাথায় হাত দিতেও দেখা গিয়েছে তাঁকে। এর পর তার মুখের কাছে হাত নিয়ে গিয়ে বিরক্ত করতেই আঙুল কামড়ে ধরে সিংহটি। শত চেষ্টার পরও তা ছাড়াতে পারেননি ওই যুবক। শেষপর্যন্ত বেশ কিছুক্ষণ টানা-হ্যাঁচড়ার পর হাতটি সিংহের মুখ থেকে ছাড়িয়ে আনতে সক্ষম হন যুবক। কিন্তু ততক্ষণে গোটা আঙুল চিবিয়ে মাংস খেয়ে ফেলেছে পশুরাজ।


❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!