Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মার্চ ৩, ২০২২

বারাণসীতে মমতা: ইউপিতে বিজেপি হারলে আগামী লোকসভা নির্বাচনে সারাদেশেই হারবে।

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি বিরোধী লড়াইয়ে ঝাপিয়ে পড়েছেন তৃণমূল নেত্রী ।

আরম্ভ ওয়েব ডেস্ক
বারাণসীতে মমতা: ইউপিতে বিজেপি হারলে আগামী লোকসভা নির্বাচনে সারাদেশেই হারবে।

২০২২-এর বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছে গোটা দেশ। শেষ দফার প্রচারে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্মরণ করিয়ে দিলেন ইউপি যার গোটা দেশ তার। ইউপি থেকে গেরুয়া শিবিরকে হটানোর ডাক দিয়ে বারণসীতে আজ তিনি বললেন ‘বিজেপি এখানে হারলে, ২৪এর লোকসভা ভোটে দেশ থেকে ক্ষমতাচ্যূত হবেই । এটাই আমাদের লক্ষ্য । আমরা বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করতে চাই। ‘

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি বিরোধী লড়াইয়ে ঝাপিয়ে পড়েছেন তৃণমূল নেত্রী । বারকয়েক এ রাজ্য সফর করেছেন । গত মাসে লখনৌর মাটিতে দাঁড়িয়ে বলেছেন বিজেপির পতন আসন্ন । আমাদের লড়াইকে আরও জোরদার করতে হবে । অখিলেশরাই পরবর্তী সরকার গড়বে। প্রধানমন্ত্রীর নির্বাচন কেন্দ্রে দাঁড়িয়ে আবার তিনি ভবিষ্যৎবাণী করলেন এখানে বিজেপি হারলে আগামী লোকসভা নির্বাচনেও হারবে।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!