Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২২, ২০২৩

বন্যায় বিপর্যস্ত অসমে ঘরছাড়া প্রায় দেড় লক্ষ। আশ্রয় শিবিরে ১২৮০

আরম্ভ ওয়েব ডেস্ক
বন্যায় বিপর্যস্ত অসমে ঘরছাড়া প্রায় দেড় লক্ষ। আশ্রয় শিবিরে ১২৮০

ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে অসমের বন্যা পরিস্থিতি। টানা কয়েকদিনের মুষলধারে বৃষ্টিতে প্লাবিত রাজ্যের একাধিক জেলা। কয়েকটির অবস্থা খুবই খারাপ। যেমন- নলবাড়ি। সেখানে ১০৮ টি গ্রাম জলমগ্ন। ক্ষতিগ্রস্ত প্রায় ৪৫, ০০০। রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর সূত্রে জানা গেছে, সারা রাজ্যে অন্তত দেড় লক্ষ মানুষ নিজেদের ঘরবাড়ি হারিয়েছেন। এখনও পর্যন্ত তাঁদের মধ্যে ১২৮০ জনকে নিরাপদে উদ্ধার করে আশ্রয়ের শিবিরে আনা সম্ভব হয়েছে। ক্ষতি হয়েছে গৃহপালিত পশুদের। তাদের সংখ্যাও লক্ষাধিক।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য মূলত দায়ী বক্সা ও নলবাড়ির মধ্যে দিয়ে প্রবাহিত পাগলাদিয়া নদীর ভয়াল রূপ। নদীর উৎপত্তিস্থল যেখানে, সেই ভুটানেও কদিন ধরে প্রবল বর্ষণ। তাই জলস্তর স্বাভাবিকের তুলনায় অনেকে বেশি বেড়ে গিয়েছে। ফলে, আরও অনেক নতুন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ঘোগরাপুর, ময়রাডাঙ্গা, তিহু , ধমধমা, বরভাগ এলাকায় পরিস্থিতি উদ্বেগজনক।

বহু গ্রামবাসী নিজেদের বাড়ি-ঘর চাষের জমি হারিয়েছেন। সপরিবারে আশ্রয় নিয়েছেন কোনো উঁচু জায়গায় খোলা আকাশের নিচে অথবা রাস্তায়।  অসহায় দৃষ্টিতে অপেক্ষা করে চলেছেন ত্রাণের আশায়। জোর কদমে বিপন্ন মানুষকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজ্য ও কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা দপ্তরের বীরযোদ্ধারা।  তাঁরা জানিয়েছেন প্রত্যন্ত এলাকায় বহু মানুষ এখনো জলবন্দী হয়ে রয়েছেন, তাদের উদ্ধার করে আনাটাই এখন সবথেকে বড়ো  চ্যালেঞ্জ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!