Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ৯, ২০২৩

“নিখোঁজ” ১০ কোটি অ্যাকাউন্টের মালিক। জনধন যোজনা জমা ১১ হাজার ৫০০ কোটি টাকা, দাবি তৃণমূল সাংসদ জহর সরকারের

আরম্ভ ওয়েব ডেস্ক
“নিখোঁজ” ১০ কোটি অ্যাকাউন্টের মালিক। জনধন যোজনা জমা ১১ হাজার ৫০০ কোটি টাকা, দাবি তৃণমূল সাংসদ জহর সরকারের

“খোঁজ মিলছে না প্রায় ১০ কোটি জনধন অ্যাকাউন্টের”, এই অ্যাকাউন্টে পরে আছে ১১ হাজার ৫০০ কোটি টাকা, স্বীকারোক্তি কেন্দ্রীয় সরকারের, এক্স হ্যান্ডেলে জানালেন তৃণমূল সাংসদ জহর সরকার

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের অন্যতম সফল প্রকল্প প্রধানমন্ত্রী জনধন যোজনা। নিম্নবিত্ত মানুষদের ব্যাঙ্কে আনার জন্য এই প্রকল্পের ব্যাপক সাফল্য পেয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই জনধন যোজনাতেই এবার বিরাট গরমিলের অভিযোগ সামনে এসেছে।

তৃণমূলের রাজ্যসভার সাংসদ জওহর সরকার দাবি করেছেন, এই জনধন যোজনা ভুলে ভরা, এতে বিরাট দুর্নীতি হয়েছে। প্রমাণ হিসাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের দেওয়া একটি তথ্যও তুলে ধরেছেন তৃণমূলের এই রাজ্যসভার সাংসদ। তৃণমূল সাংসদ কেন্দ্রের কাছে জানতে চেয়েছিলেন, প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতায় খোলা অ্যাকাউন্টগুলির মধ্যে কতগুলি অ্যাকাউন্ট নিস্ক্রিয়? ওই অ্যাকাউন্টগুলিতে কী পরিমাণ টাকা জমা ছিল?

জওহরের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী ভগবত কারাদ স্বীকার করে নিয়েছেন জনধন যোজনার আওতায় খোলা মোট অ্যাকাউন্টের ১৮-২০ শতাংশ নিষ্ক্রিয় বা “নিখোঁজ”। যার অর্থ,  প্রধানমন্ত্রী জনধন যোজনায় যে ৫০ কোটি ৮১ লক্ষ জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খোলা হয়েছিল, তার মধ্যে প্রায় ১০ কোটিই এখন নিস্ক্রিয়। হয় ওই অ্যাকাউন্টগুলিতে দীর্ঘদিন কোনওরকম লেনদেন হয়নি, নাহয় এই অ্যাকাউন্টগুলির মালিকদের খোঁজ পাওয়া যাচ্ছে না।

শুধু তাই নয়, কেন্দ্র মেনে নিয়েছে, ওই অ্যাকাউন্টগুলিতে এখনও ১১ হাজার ৫০০ কোটি টাকা জমা রয়েছে। সচরাচর জনধন অ্যাকাউন্টে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের টাকা জমা পড়ে। জওহর সরকার তাঁর এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী ভগবত কারাদের দেওয়া জবাব পোস্ট করে লিখেছেন, সরকারের মন্ত্রীরা যখন জনধন যোজনার সাফল্য নিয়ে বুক বাজাচ্ছেন, তখন এই জনধন অ্যাকাউন্টগুলিতে সরকারি প্রকল্পেরই এই বিরাট অঙ্কের টাকা জমা পড়ে আছে। যার কোনও দাবিদারই নেই ! স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই অ্যাকাউন্টগুলি কাদের? যদি এই অ্যাকাউন্টগুলি গরিব নাগরিকদের হয়, তাহলে তাঁদের ব্যাঙ্কিং পরিষেবার আওতায় রাখা গেল না কেন?


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!