- এই মুহূর্তে বি। দে । শ
- মে ১১, ২০২৪
আফগানিস্তানে ভয়াবহ বন্যা, হড়পা বানে নিহত ২০০এর বেশি

ভয়াবহ হড়পা বানে আফগানিস্তানের উত্তরে বাঘলান প্রদেশে ২০০র বেশি মানুষ নিহত হয়েছেন। শনিবার রাষ্ট্রপুঞ্জের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে।
গত কদিনের ভারী বৃষ্টিপাতে রীতিমতো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাঘলান প্রদেশে। শুক্রবার তা ভয়াবহ আকার নিয়েছে। জাতিপুঞ্জের নিয়ন্ত্রণাধীন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, প্রাণহানির পাশাপাশি বহু বাড়িঘর ধ্বংস হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু বাসিন্দা।
সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে,শুক্রবারে বাঘলানে বন্যার কবলে পড়ে পাঁচটিরও বেশি জেলা। আটকে পড়েছেন এলাকার দেড়শোর বেশি মানুষ। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুত্রে জানা যাচ্ছে, শুক্রবার রাতে উত্তরাঞ্চলে দুটি তীব্র ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস ছিল। তারা সেখানে উদ্ধারকারী দল, হেলিকপ্টার ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছেন। যদিও মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানির আশঙ্কা, আলো কম থাকার জন্য উদ্ধারের কাজে ব্যাঘাত হতে পারে।
❤ Support Us