- দে । শ
- মে ১০, ২০২৪
রাস্তা নেই, বিদ্যুৎ নেই, ভোট বয়কটের ডাক তেলেঙ্গানার কোঠাগুডেমে

তেলেঙ্গানার কোঠাগুডেম বিধানসভা কেন্দ্রের আদিবাসী নগরের প্রায় ২০০ জন তেলেঙ্গানা উপজাতি ভোটার লোকসভা ভোট বয়কট করতে চলেছেন। বেহাল রাস্তা, বিদ্যুৎ সংযোগ না থাকা, এছাড়া অন্যান্য মৌলিক সুবিধার অভাবের জন্যই উপজাতি সম্প্রদায়ের মানুষ এই ভোট বয়কটের সিদ্ধান্ত। তবে প্রশাসন বা সরকারের পক্ষ থেকে যদি আদিবাসী নগরে রাস্তা, জল এবং বিদ্যুতের সমস্যা সমাধান করার আশ্বাস দেওয়া হয়, তাহলে তাঁরা ভোট বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবেন।
কোঠাগুডেমের আদিবাসী নগরে (প্রশান্ত নগর) ৭০টি পরিবারে ৪০০ জনেরও বেশি মানুষ বসবাস করে। এদের মধ্যে ২০০ জন ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলেন। উপজাতি ভোটারদের ভোট বয়কটের কথা জানতে পেরে কোঠাগুডেমের সহকারী রিটার্নিং অফিসার ডি মধু উপজাতি মানুষদের সঙ্গে দেখা করেন। গ্রামবাসীদের কাছে ভোট দেওয়ার আবেদন জানান। তিনি বলেন, ‘উপজাতিদের ভোট বয়কটের কথা প্রকাশ্যে আসার সাথে সাথে সরকারি কর্তা গ্রামের লোকজনের সাথে দেখা করে সমস্যা সমাধানের ব্যাপারে আশ্বস্ত করেছেন। আমরা অনুরোধ করেছি, প্রত্যেকে যেন ভোট দেয়। গ্রামের ভোটাররা ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।”
১৯৫২ সালে দেশে সাধারণ নির্বাচন শুরু হওয়ার পর খাম্মাম লোকসভা কেন্দ্র কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। এখানে ১২ বার জিতেছে। ২০১৯ লোকসভা নির্বাচনে কংগ্রেসের রেণুকা চৌধুরী দ্বিতীয় হন। খাম্মাম লোকসভা কেন্দ্রটি সাতটি বিধানসভা আসন নিয়ে গঠিত। এগুলি হল খম্মাম, পালাইর, মাধিরা, ওয়াইরা, সাথুপল্লী, কোঠাগুডেম এবং আসওয়ারাওপেটা। ১৩ মে চতুর্থ ধাপে এই আসনে ভোট হবে।
❤ Support Us