Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • মে ২৭, ২০২৪

ভূমিধসে মাটির নীচে চাপা পড়ে পাপুয়া নিউ গিনিতে মৃত ২০০০

আরম্ভ ওয়েব ডেস্ক
ভূমিধসে মাটির নীচে চাপা পড়ে পাপুয়া নিউ গিনিতে মৃত ২০০০

পাপুয়া নিউ গিনিতে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০০। সোমবার জাতিসংঘকে এমনই তথ্য জানিয়েছে রাজধানী পোর্ট মোরেসবিতে অবস্থিত সে দেশের জাতীয় দুর্যোগ কেন্দ্র। এনগা প্রদেশের একসময়ের একটা জমজমাট প্রত্যন্ত পাহাড়ি গ্রাম প্রায় নিশ্চিহ্ন হয়ে ‌গিয়েছে।

শুক্রবার ভোরে মাউন্ট মুঙ্গালোর একটা খণ্ড ধসে পড়ে। সেই পাহাড়ি খণ্ডের নীচে অসংখ্য বাড়িঘর চাপা পড়ে। ঘুমন্ত অবস্থায় মানুষজন ধসের নীচে চাপা পড়ে যায়। ভূমিধসের ফলে ঘরবাড়ি, চায়ের ব্যাপক ক্ষতি হয়েছে এবং দেশের অর্থনৈতিক লাইফলাইনে বড় ধরনের প্রভাব ফেলেছে বলে পাপুয়া নিউ গিনির দুর্যোগ অফিসের পক্ষ থেকে বলা হয়েছে। সোমবার সকালে জাতিসংঘের কর্তারা জানিয়েছেন, ‘‌পোরগেরা মাইনের প্রধান মহাসড়ক সম্পূর্ণভাবে অবরুদ্ধ। পরিস্থিতি জটিলই রয়ে গেছে। কারণ ল্যান্ডস্লিপটি ধীরে ধীরে স্থানান্তরিত হচ্ছে। যা উদ্ধারকারী দল এবং বেঁচে থাকা মানু্যদের কাছে খুবই বিপজ্জনক।’‌

পাপুয়া নিউ গিনির দুর্যোগ অফিস জাতিসংঘকে জানিয়েছে, ‘‌ভূমিধসে ২০০০ এরও বেশি লোক জীবিত অবস্থায় মাটির নীচে চাপা পড়েছে। বড় ধরনের ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। সকলের কাছ থেকে অবিলম্বে সহযোগিতামূলক পদক্ষেপ।’‌ উন্নয়ন সহযোগীদের এবং অন্যান্য আন্তর্জাতিক বন্ধুদের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে পাপুয়া নিউ গিনি সরকার।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশটি অস্ট্রেলিয়ার উত্তরে অবস্থিত। শুক্রবার ভোরে পাপুয়া নিউ গিনির এঙ্গা রাজ্যে এই ভূমিধসের ঘটনা ঘটে। সে সময় বেশির ভাগ গ্রামবাসী ঘুমিয়ে ছিলেন। রাজ্যের গভর্নর পিটার ইপাটাস সংবাদ সংস্থাকতে জানিয়েছেন, ৬ টির বেশি গ্রামে ভূমিধস হয়েছে। দুর্ঘটনাস্থলে চিকিৎসক দল, সামরিক বাহিনীর সদস্য, পুলিশ ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মীদের পাঠানো হয়েছে। ভূমিধসের জায়গাটি প্রত্যন্ত গ্রামে। ফলে সেখানে জরুরি পরিষেবা ও  ত্রাণ পৌঁছতে দেরি হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!