- দে । শ
- সেপ্টেম্বর ৯, ২০২৪
খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ শতাধিক
খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ শতাধিক। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের কাঁটাবাগান গ্রামের ঘটনা। বমি, পায়খানা, জ্বর নিয়ে একই সঙ্গে গ্রামের ৫০ জনেরও বেশি শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার কাঁটাবাগান গ্রামের একটি অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ খাওয়ার পরে রাত থেকে অসুস্থ হতে থাকেন একে একে। যারা ওই অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া করেন নি তাঁদের কিছু হয় নি। কিন্তু যাঁরাই নিমন্ত্রন খেয়েছেন তাদের সকলেরই প্রায় একই উপসর্গ দেখা দেয়। প্রথমে পেটে অসহ্য ব্যথা সঙ্গে বমি, পায়খানা হতে থাকে। মহিলা, শিশুও আছে তার মধ্যে। গুরুতর অসুস্থদের শাঁড়াপুল গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে। গ্রামে মেডিকেল টিম গিয়েছে। হাসপাতালের পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দল গ্রামে গিয়ে বাড়ি বাড়ি ঘুরে চিকিৎসা করছেন। ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, খাবারে কোন ভাবে বিষক্রিয়ার ফলে বহু মানুষ অসুস্থ হয় একই উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন। তাদের চিকিৎসা চলছে। গ্রামে শিবির করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রনে। নতুন করে অসুস্থ হন নি কেউ।
❤ Support Us