Advertisement
  • বি। দে । শ
  • জুন ১৯, ২০২৪

সৌদি আরবে প্রচণ্ড গরমে মৃত ৫৫০ হজ্ পুণ্যার্থী, অসুস্থ বহু

আরম্ভ ওয়েব ডেস্ক
সৌদি আরবে প্রচণ্ড গরমে মৃত ৫৫০ হজ্ পুণ্যার্থী, অসুস্থ বহু

তীব্র দাবদাহের কবলে সৌদি আরবের পবিত্র তীর্থ মক্কা । হজ করতে গিয়ে গরমে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন প্রায় ৫৫০ জন পুণ্যার্থী। পরিস্থিতি এতটাই জটিল যে মর্গে মৃতদেহ রাখার জায়গা নেই। বহু দেহ পচে গিয়ে রীতিমতো দুর্গন্ধ ছড়াচ্ছে। মাস খানেক আগে বন্যায় ভেসে গিয়েছিল এলাকা। আজ গরমের দাপটে সঙ্কটের মুখে হজ যাত্রীরা।
গত শুক্রবার ইসলামি ক্যালেন্ডার মেনে হজযাত্রার সূচনার কথা ঘোষণা করেছে সৌদি আরব সরকার । সে দেশের শীর্ষ নেতাদের তরফে দাবি করা হয়েছে, মৃতদের বেশিরভাগই ইজিপ্টের বাসিন্দা।সে দেশের প্রায় ৩৩০ জন হজ যাত্রী গরমে অসুস্থ হয়ে মারা গিয়েছেন। পাশাপাশি অতিরিক্ত ভিড়ে পদপিষ্ট হয়েও মারা গিয়েছেন অনেকে। পাশাপাশি জর্ডনের ৬০ জন নাগরিকের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে , এলাকার সবচেয়ে বড় মর্গ আল মুয়াইজেমে আর দেহ রাখার জায়গা নেই। সময় যত এগোচ্ছে, মৃতের সংখ্যাও বাড়ছে । গরম ও অন্যান্য কারণে মৃতের সংখ্যা বেড়ে ৫৭৭।

গত সোমবার সৌদি আরবের জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে , মক্কার গ্র্যান্ড মসজিদ প্রান্তরের তাপমাত্রা ওইদিন ৫১.৮ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। ওইদিন প্রায় ২ হাজার তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়েন। তবে গত বছরও গরমের দাপটে প্রায় ২৪০ জন হজ যাত্রী মারা গিয়েছিলেন। এ বছর সে রেকর্ড ভয়াবহ আকার ধারণ করল। এ বছর সারা বিশ্ব থেকে ১৮ লক্ষ মানুষ হজে তীর্থ করতে এসেছেন।
কালেমা, নামাজ,রোজা, যাকাতসহ ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম উল্লেখযোগ্য স্তম্ভ হল – হজ্জ বা হজ; যার অর্থ ইচ্ছা করা। নির্ধারিত নিয়ম পালন করে নির্দিষ্ট সময়ে বিশেষ পদ্ধতিতে ঈশ্বরকে আরাধনা করার জন্য মক্কায় যাত্রা করার ইচ্ছা করাকে হজ বলে। ইসলাম মতে একজন স্বচ্ছল ব্যক্তির জীবনে অন্তত একবার হজ্জ করা উচিত। তাই প্রতি বছর সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ ইসলাম ধর্মাবলম্বী মানুষ ভিড় করেন এ মরুতীর্থে। তবে গবেষকদের দাবি প্রতি বছর মক্কার তাপমাত্রা একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় এতজন তীর্থযাত্রী দেশ থেকে বহুদূরে বিদেশের মাটিতে তীর্থ করতে এসে গরমে প্রাণ হারালেন , এমন পরিস্থিতিতে যথেষ্ট উদ্বেগে দেশের প্রশাসন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!