Advertisement
  • এই মুহূর্তে
  • এপ্রিল ২, ২০২২

‘প্লিজ স্টপ ওয়ার’ বন্ধ হোক রুশ-ইউক্রেন যুদ্ধ, হেয়ার কাটের লুকেই বার্তা হাওড়ার সেলুন মালিকের

আরম্ভ ওয়েব ডেস্ক
‘প্লিজ স্টপ ওয়ার’ বন্ধ হোক রুশ-ইউক্রেন যুদ্ধ, হেয়ার কাটের লুকেই বার্তা হাওড়ার সেলুন মালিকের

মাসখানেক পার হয়ে গেছে তবুও বন্ধ হওয়ার নাম নিচ্ছেনা রুশ-ইউক্রেন যুদ্ধ। আক্রমণ আর পাল্টা আক্রমণের ফলে কতশত প্রাণ অকালেই ঝড়ে পড়ল। থমকে দগেল কতো শৈশব, নিশ্চিহ্ন হয়ে গেল কতো সৌধ, কতো বিল্ডিং। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কতো সাজানো সংসার।যুদ্ধ ইতিহাসের এমন এক কালিমাময় অধ্যায় যা থেকে শুধুমাত্র ধ্বংস, ক্ষয় আর আত্মনার্দ ভেসে আসে। তাই বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ যুদ্ধ নয় বরং শান্তি চায়। রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধের আবেদন জানিয়ে বিশেষ পদক্ষেপ নেওয়া হল হাওড়ার সেলুনে। ‘প্লিজ স্টপ ওয়ার’ (দয়া করে যুদ্ধে ইতি টানুন) – স্পেশ্যাল হেয়ার কাটিং করে এই বার্তা দিলেন সেলুনের মালিক রবীন দাস।

মধ্য হাওড়ায় রয়েছে রবীন দাসের সেলুন। এলাকায় বেশ জনপ্রিয় তাঁর হেয়ার কাটিং। অনেকেই আসেন চুল কাটতে। নিজের এই পেশাকে শুধু পেশা হিসেবে দেখেন না রবীন দাস। শিল্পকর্ম হিসেবে এর সাধনা করেন। তাই এক্সপেরিমেন্ট চলতেই থাকে। বিশ্বকাপের সময় নানা প্লেয়ারদের আদলে চুল কাটেন রবীনবাবু। আবার সমসাময়িক বিষয়ও নিজের হেয়ার কাটিংয়ে তুলে ধরেন। যেমন রাশিয়া ও ইউক্রেনের এই যুদ্ধ।
মানবিকতার খাতিরেই ‘যুদ্ধ নয়, শান্তি চাই’য়ের বার্তা দিচ্ছেন রবীনবাবু। বিনামূল্যেই এই বিশেষ হেয়ার কাট করে দিচ্ছেন তিনি। নিজে তো হেয়ার কাটিং করেননি, পাশাপাশি নতুনদেরও প্রশিক্ষণ দেন।
অনেকেই এই বিশেষ হেয়ার কাট করাতে চাইছেন। দিনে প্রায় তিন-চারজন এই কাটিং করিয়ে নিচ্ছেন। রবীনবাবুর এই যুদ্ধ বিরোধী বার্তায় হচ্ছেন সামিল। এভাবেই আবার রান্নার গ্যাস, পেট্রল, ডিজেলেন দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন তিনি।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!