- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ২২, ২০২৪
দুরন্ত প্রত্যাবর্তন, মালয়েশিয়া মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন পিভি সিন্ধু, অস্মিতা চালিহা

চোটের জন্য উবের কাপ ও থাইল্যান্ড ওপেনে কোর্টে নামেননি। মালয়েশিয়া মাস্টার্স সুপার ৫০০ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় প্রত্যাবর্তন ম্যাচে দারুণ ছন্দে পিভি সিন্ধু। বুধবার কুয়ালালামপুরে স্কটল্যান্ডের কার্স্টি গিলমোরকে হারিয়ে মালয়েশিয়া মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলে দু’বারের অলিম্পিক পদকজয়ী এই ভারতীয় ব্যাডমিন্টন তারকা।
২০২২ সালে শেষবার কোনও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন পিভি সিন্ধু। জিতেছিলেন সিঙ্গাপুর ওপেন খেতাব। তারপর থেকেই ট্রফি খরা। বারবার চোট সমস্যা ভুগিয়েছে ভারতের ১ নম্বর এই মহিলা ব্যাডমিন্টন তারকাকে। চোটের জন্য গত মাসে উবের কাপ ও সদ্য সমাপ্ত থাইল্যান্ড ওপেনেও খেলতে নামেননি। রিহ্যাবের পর মালয়েশিয়া মাস্টার্সই ছিল সিন্ধুর কাছে প্রথম প্রতিযোগিতা। প্রত্যাবর্তন প্রতিযোগিতায় নিজেকে দারুণভাবে মেলে ধরলেন সিন্ধু। পৌঁছে গেলেন প্রি–কোয়ার্টার ফাইনালে।
বিশ্বের ১৫ নম্বর সিন্ধুর বিরুদ্ধে যদিও বেশ ভালোই লড়াই করেন বিশ্বের ২২ নম্বর তারকা স্কটল্যান্ডের কার্স্টি গিলমোর। ৪৬ মিনিট ধরে লড়াই করেন। প্রথম গেমে ২১–১৭ ব্যবধানে জিতে নেন সিন্ধু। দ্বিতীয় গেম জেতেন ২১–১৬ ব্যবধানে। প্রি–কোয়ার্টার ফাইনালে সিন্ধুর সামনে কোরিয়ার সিম ইউ জিন।
সিন্ধুর পাশাপাশি দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন অস্মিতা চালিহা এবং কিরণ জর্জ। কিরণ জর্জ ২১–১৬, ২১–১৭ ব্যবধানে হারিয়েছেন তাকুমা ওবায়াশিকে। অন্যদিকে, অস্মিতা চালিহা ২১–১৬, ২১–১৭ ব্যবধানে হারিয়েছেন লিন সিহ ইউনকে ২১-১৭, ২১-১৬ হারিয়েছেন৷ মিক্সড ডাবলসে বি সুমিত রেড্ডি–এন সিকি রেড্ডি এবং পুরুষদের ডাবলসে কৃষ্ণ প্রসাদ গর্গ–সাই প্রতীক দ্বিতীয় রাউন্ডে উঠেছে। কৃষ্ণ প্রসাদ–সাই প্রতীক ২৩–২১, ২১–১১ ব্যবধানে হারিয়েছে মিং চে লু এবং তাং কাই ওয়েইকে। আকর্শি কাশ্যপ চীনের ওয়াং ঝি ইয়ের কাছে ২২–২৪, ১৩–২১ ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন।
২০২২ সালে শেষবার কোনও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন পিভি সিন্ধু। জিতেছিলেন সিঙ্গাপুর ওপেন খেতাব। তারপর থেকেই ট্রফি খরা। বারবার চোট সমস্যা ভুগিয়েছে ভারতের ১ নম্বর এই মহিলা ব্যাডমিন্টন তারকাকে। চোটের জন্য গত মাসে উবের কাপ ও সদ্য সমাপ্ত থাইল্যান্ড ওপেনেও খেলতে নামেননি। রিহ্যাবের পর মালয়েশিয়া মাস্টার্সই ছিল সিন্ধুর কাছে প্রথম প্রতিযোগিতা। প্রত্যাবর্তন প্রতিযোগিতায় নিজেকে দারুণভাবে মেলে ধরলেন সিন্ধু। পৌঁছে গেলেন প্রি–কোয়ার্টার ফাইনালে।
বিশ্বের ১৫ নম্বর সিন্ধুর বিরুদ্ধে যদিও বেশ ভালোই লড়াই করেন বিশ্বের ২২ নম্বর তারকা স্কটল্যান্ডের কার্স্টি গিলমোর। ৪৬ মিনিট ধরে লড়াই করেন। প্রথম গেমে ২১–১৭ ব্যবধানে জিতে নেন সিন্ধু। দ্বিতীয় গেম জেতেন ২১–১৬ ব্যবধানে। প্রি–কোয়ার্টার ফাইনালে সিন্ধুর সামনে কোরিয়ার সিম ইউ জিন।
সিন্ধুর পাশাপাশি দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন অস্মিতা চালিহা এবং কিরণ জর্জ। কিরণ জর্জ ২১–১৬, ২১–১৭ ব্যবধানে হারিয়েছেন তাকুমা ওবায়াশিকে। অন্যদিকে, অস্মিতা চালিহা ২১–১৬, ২১–১৭ ব্যবধানে হারিয়েছেন লিন সিহ ইউনকে ২১-১৭, ২১-১৬ হারিয়েছেন৷ মিক্সড ডাবলসে বি সুমিত রেড্ডি–এন সিকি রেড্ডি এবং পুরুষদের ডাবলসে কৃষ্ণ প্রসাদ গর্গ–সাই প্রতীক দ্বিতীয় রাউন্ডে উঠেছে। কৃষ্ণ প্রসাদ–সাই প্রতীক ২৩–২১, ২১–১১ ব্যবধানে হারিয়েছে মিং চে লু এবং তাং কাই ওয়েইকে। আকর্শি কাশ্যপ চীনের ওয়াং ঝি ইয়ের কাছে ২২–২৪, ১৩–২১ ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন।
❤ Support Us