- মা | ঠে-ম | য় | দা | নে
- জুলাই ১৯, ২০২৪
টানা তিনটি অলিম্পিকে পদকই প্যারিসের প্রেরণা পিভি সিন্ধুর কাছে

পরপর তিনটি অলিম্পিকে পদক? না, এখনও পর্যন্ত কোনও ভারতীয় ক্রীড়াবিদ এই কৃতিত্ব দেখাতে পারেননি। আর সেই অনন্য কৃতিত্বের সামনে দাঁড়িয়ে রয়েছেন ভারতীয় মহিলা ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। প্যারিস অলিম্পিকে পদক জিতলেই ইতিহাস তৈরি করবেন দেশের সেরা এই মহিলা শাটলার। আর সেটাই এখন প্রেরণা পিভি সিন্ধুর কাছে।
অলিম্পিকের প্রস্তুতির জন্য জার্মানিতে আস্তানা গেড়েছেন পিভি সিন্ধু। প্রাক্তন এই বিশ্বচ্যাম্পিয়ন এক মাসেরও বেশি সময় ধরে মেন্টর প্রকাশ পাড়ুকোন, কোচ ও সাপোর্ট স্টাফদের সঙ্গে জার্মানির ছোট শহর সারব্রুকেনের উপকণ্ঠে হারম্যান•নিউবার্গার স্পোর্টসস্কুলে প্রস্তুতি সারছেন। সেখান থেকেই প্যারিসে উড়ে যাবে। জার্মানিতে প্রস্তুতির ফাঁকে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সিন্ধু বলেছেন, ‘প্যারিসে আমার পদক জেতার সম্ভাবনা আছে। যদি পদক জিততে পারি, সেটা হবে আমার অলিম্পিকে টানা তৃতীয় পদক জয়। এটাই আমার কাছে বড় প্রেরণা।’
২০১৬ সালে রিও অলিম্পিকে রুপো জিতেছিলেন, ২০২০ টোকিওতে ব্রোঞ্জ। দুটো রঙের পদক এসে গেছে। এবার কি তাহলে সোনালী পদক ঢুকবে সিন্ধুর ট্রফি ক্যাবিনেটে? সিন্ধুর কাছে কাজটা কিন্তু যথেষ্ট কঠিন। তবুও স্বপ্ন দেখেই চলেছেন এই ভারতীয় শাটলার। সিন্ধু বলেন, ‘রুপো, ব্রোঞ্জ জিতেছি। এবার সোনার পদকটা বাকি আছে। প্যারিসে সোনা জেতার স্বপ্ন আমাকে আলাদাভাবে অনুপ্রাণিত করছে। সোনার জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপাব। অলিম্পিকেই আমার সেরাটা বেরিয়ে আসে। দুশো শতাংশ উজাড় করে দিই।’
কথাটা ভুল বলেননি সিন্ধু। যতই খারাপ ফর্মে থাকুন না কেন, অলিম্পিকের আগে ঠিক জ্বলে ওঠেন। মাস চারেক ধরে একেবারেই ছন্দে ছিলেন না। চোট–আঘাতে জর্জরিত ছিলেন। সেখান থেকে নিজেকে আবার ফিরে পেয়েছেন। অলিম্পিকের আগে আত্মবিশ্বাসী সিন্ধু। ভরসা পূর্ব অভিজ্ঞতা। তাঁর কথায়, ‘আগে অলিম্পিকে দু–দুটি পদক পেয়েছি। অন্যান্য প্রতিযোগিতার থেকে অলিম্পিক সম্পূর্ণ আলাদা। আগের অভিজ্ঞতা কাজে লাগবে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে চাই না। পরপর তিনটি অলিম্পিকে পদক জেতাটা খুবই কঠিন। গোটা দেশ আমাকে নিয়ে স্বপ্ন দেখছে। চেষ্টা করব প্রত্যাশা পূরণ করতে।’ এই মুহূর্তে বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৩ নম্বরে রয়েছেন পিভি সিন্ধু। আকানে ইয়ামাগুচি, ক্যারোলিনা মারিন, তাই জু, আন সে ইয়ংয়ের মতো সেরা খেলোয়াড়দের বিরুদ্ধে পদকের জন্য লড়তে হবে। সিন্ধুর কাছে কাজটা যথেষ্ট কঠিন। তবু স্বপ্নের জাল বুনে চলেছেন এই ভারতীয় শাটলার।
❤ Support Us