শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে ভারত। দেশকে জয়ের স্বপ্ন দেখানোর অন্যতম কারিগড় মহম্মদ সিরাজ। ভারতের এই জোরে বোলারের দাপটে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ২৫৫ রানে। দুরন্ত বোলিং করে ৫ উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ। ১৮৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ১৮১/২ তুলে ইনিংস সমাপ্তি ঘোষণা করে ভারত। জয়ের জন্য ৩৬৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৭৬ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।
২২৯/৫ রান হাতে নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওভারেই অ্যাথানেজকে (৩৭) তুলে নেন মুকেশ। পরের ওভারেই জেসন হোল্ডারকে (১৫) ফেরান সিরাজ। আরজারি জোসেফ (৪), কেমার রোচ (৪), শ্যানন গ্যাব্রিয়েলরা (০) রান পাননি। তিনজনই সিরাজের শিকার। ফলোঅন বাঁচিয়ে শেষ পর্যন্ত ২৫৫ রানে পৌঁছয় ওয়েস্ট ইন্ডিজ। ৬০ রানে ৫ উইকেট সিরাজের। ২টি করে উইকেট মুকেশ ও জাদেজার।
দ্বিতীয় ইনিংসে ভারতের লক্ষ্য ছিল দ্রুত রান তুলে ওয়েস্ট ইন্ডিজের সামনে বড় রানের টার্গেট খাড়া করা। আক্রমণাত্মক মেজাজে শুরু করেছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। দু’দুবার জীবন পেয়ে ৪৪ বলে ৫৭ রান করা আউট হন রোহিত শর্মা। ৩০ বলে ৩৮ রান করে আউট হন যশস্বী জয়সওয়াল। ২৪ ওভারে ২ উইকেটে ১৮১ রান তুলে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ভারত। ৩৪ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন ঈশান কিষাণ। ৩৭ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন শুভমান গিল।
জয়ের জন্য ৩৬৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের মতোই সতর্কভাবে শুরু করেছিলেন দুই ক্যারিবিয়ান ওপেনার ক্রেগ ব্রেথওয়েট ও তেজনারায়ন চন্দ্রপাল। কিন্তু শেষরক্ষা হয়নি। ৩৮ রানের মাথায় আউট হন ব্রেথওয়েট (২৮)। কার্ক ম্যাকেঞ্জি (০) খাতাই খুলতে পারেননি। দুজনই অশ্বিনের শিকার। চতুর্থ দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেট হারিয়ে ৭৬ রান তুলেছে। ক্রিজে রয়েছেন তেজরানায়ন (২৪) ও ব্ল্যাকউড (২০)।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34