Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১১, ২০২৩

ইমরান খানের গ্রেফতার বেআইনি, মন্তব্য পাকিস্তানের শীর্ষ আদালত। আগামীকাল, পিটিআই চিফকে ইসলামাবাদ হাইকোর্টে হাজিরার নির্দেশ

পাকিস্তানের শীর্ষ আদালতের তরফে ইমরান খানকে এদিন বলা হয়, আপনার গ্রেফতারির পর থেকেই দেশ উত্তাল হয়ে উঠেছে । এই মুহূর্তে দেশের শান্তি এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা অন্তত্য জরুরী ।

আরম্ভ ওয়েব ডেস্ক
ইমরান খানের গ্রেফতার বেআইনি, মন্তব্য পাকিস্তানের শীর্ষ আদালত। আগামীকাল, পিটিআই চিফকে ইসলামাবাদ হাইকোর্টে হাজিরার নির্দেশ

ইমারানের গ্রেফতার অনৈতিক।অবিলম্বে তাঁকে মুক্ত করার নির্দেশ দিল সে দেশের শীর্ষ আদালত।

গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট থেকে আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা তদন্ত করছে এনএবি। তাঁর গ্রেফতারির বিরুদ্ধে আদালতে আবেদন করেছিলেন ইমরান খান। আজ বৃহস্পতিবার ইমরানের আবেদনের শুনানি চলাকালে এই নির্দেশ দিয়েছে পাক সুপ্রিম কোর্ট। সেই নির্দেশনামায় বলা হয়েছে,  ইমরান খানকে আপাতত ইসলামাবাদের পুলিশের অতিথিশালায় রাখা হবে। সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আসামী হিসেবে নন, সেখানে থাকবেন একজন অতিথি হিসেবেই। তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব পুলিশের।আদলতের বিশেষ নজরদারিতেই তিনি সেখানে থাকবেন আপাতত।

পাকিস্তানের সু্প্রিম কোর্টের প্ৰধান বিচারপতি উমর আটা বান্ডিয়াল গ্রেফতারির বিরোধিতা করে পিটিআই প্রধান ইমরান খানের আবেদনের শুনানিতে, তাঁকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন।

এর আগেই ইমরান মামলার শুনানিতে পাকিস্তান সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো বা এনএবি-কে  নির্দেশ দিয়েছিলেন, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে এক ঘণ্টার মধ্যে কোর্টে হাজির করার জন্য।আজ বৃহস্পতিবার ইমরানের আবেদনের শুনানি চলাকালে এই নির্দেশ দিয়েছে পাক সুপ্রিম কোর্ট। পাশাপাশি পাক শীর্ষ আদালতের তরফে বলা হয়, এই মামলা আইনের চোখে খুবই গুরুত্বপূর্ণ এবং আজই গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করতে চায় আদালত।

এরপরই বিকেলে কড়া নিরাপত্তা বেষ্টনিতে, আদালত চত্ত্বরে নিয়ে আসা হয় সে দেশের প্রাক্তন প্রধান মন্ত্রীকে। ইমরানের আদালতে প্রবেশের আগে, নিরাপত্তাকে সুনিশ্চিত করতে কোর্ট চত্ত্বর খালি করে দেওয়া হয়। শুধুমাত্র সাংবাদিক এবং আইনজীবিরা ছাড়া কোর্ট রুমে নিষিদ্ধ করে দেওয়া হয় অন্যদের প্রবেশ।এমনকি তেহেরিকি ইনসাফ সদস্যদেরও কোর্ট চত্ত্বরে ঢোকার অনুমতি দেয়নি পাকিস্তানি পুলিশ।

ইমরান খানের প্রবেশের পর শুনানি শুরু হতেই, পাকিস্তান আদালতের প্রধান বিচারপতি বলেন, বিচারালয়ে আপনার উপস্থিতিতে আমরা আনন্দিত। আপনার গ্রেফতারির পর থেকেই দেশ উত্তাল হয়ে উঠেছে।এই মুহূর্তে দেশের শান্তি এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা অন্তত্য জরুরী। এরপরই তিনি বলেন, যে পদ্ধতিতে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে, তা আইনানুগ নয়। বিচারপতির আরও সংযোজন, ইসালামাবাদ হাইকোর্ট ইমারন খানের বিরুদ্ধে চলা মামলায় যে রায় দিয়েছে, তা অগ্রাহ্য করার এক্তিয়ার নেই দেশের শীর্ষ আদালতের। তাই বিষয়টি নিয়ে ইসলামাবাদ হাইকোর্টেই আপিল করার নির্দেশ দেওয়া হয় ইমরান খানকে। শুক্রবারই এই বিষয়ে পিটিআই চিফকে, ইসালামাবাদ হাই কোর্টের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছে সে দেশের শীর্ষ আদালত।

যদিও দিনের শুরুতেই ইমরানের আইনজীবীরা শীর্ষ আদালতকে বলেন, ইসলামাবাদ হাইকোর্টে আগাম জামিনের জন্য গিয়েছিলেন ইমরান খান। এ সময় তাঁকে আদালত চত্বরে ঘিরে ফেলে গ্রেপ্তার করা হয়। ইমরানকে গ্রেপ্তার করতে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর ১০০ সদস্য ছিলেন। এভাবে গ্রেপ্তারের মাধ্যমে আদালত অবমাননা করেছে এনএবি।

গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট থেকে আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা তদন্ত করছে এনএবি। তাঁর গ্রেফতারির বিরুদ্ধে আদালতে আবেদন করেছিলেন ইমরান খান।

মঙ্গলবার ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনার পরই পাকিস্তানের বিভিন্ন শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাঁর দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ বা পিটিআই সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। এতে কমপক্ষে ৮ জন নিহত এবং ২৯০ জন আহত হয়েছেন বলে এখনও পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। এই সংঘর্ষের ঘটনায় আটক করা হয়েছে ১ হাজার ৯০০ বিক্ষোভকারীকে ।

পরিস্থিতি সামাল দিতে পাঞ্জাব, খাইবার পাখতুনখাওয়া ও ইসলামাবাদে সেনা মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীরা লাহোরে কর্পস কমান্ডারের বাসভবনে হামলা এবং রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরের ফটক ভাঙচুর করার পর সেনা মোতায়েনের ঘোষণা দেওয়া হয়।

এদিকে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো পিটিআইকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাঁর ইচ্ছা নেই ওই দলকে নিষিদ্ধ করার। আর সেজন্যই এই ধরনের হিংসাত্মক বিক্ষোভ থেকে বিরত থাকার পরামর্শই দিচ্ছেন তিনি।

৭০ বছরের পিটিআই নেতা ইমরান খানের  বিরুদ্ধে সব মিলিয়ে মোট ১২১টি মামলা রুজু হয়েছে। বিশ্বাসঘাতকতা ও ধর্মের অবমাননা থেকে হিংসা ও সন্ত্রাসে উসকানি দেওয়ার মতো নানান অভিযোগে বিদ্ধ করে এই মামলা দেওয়া হয়েছে ইমরানের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে সুপ্রিম-মন্তব্যে যে ইমরান খান অনেকটাই স্বস্তি পেলেন তা বলাই বাহুল্য।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!