শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
গ্রুপ পর্বে দারুণ ছন্দে ছিল ভারত ‘এ’ দল। পাকিস্তানের মতো শক্তিশালী দলকেও হারিয়েছিল। কিন্তু ফাইনালে এসে শেষরক্ষা হল না। ফাইনালে ভারত ‘এ দলকে ১২৮ রানে উড়িয়ে এমার্জিং এশিয়া কাপে চ্যাম্পিয়ন হল পাকিস্তান ‘এ’ দল। একই সঙ্গে গ্রুপ লিগে হারের প্রতিশোধ নিল। এই নিয়ে পরপর দু’বার এশিয়ান এমার্জিং কাপ জিতল চ্যাম্পিয়ন পাকিস্তান। দুর্দান্ত সেঞ্চুরি করে পাকিস্তান ‘এ’ দলের জয়ের ভিত গড়ে দেন তৈয়ব তাহির। তিনিই ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন।
টস জিতে পাকিস্তান ‘এ’ দলকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারত ‘এ’ দল অধিনায়ক যশ ধুল। দারুণ শুরু করে ওপেনিং জুটিতে ১২১ রান তুলে ফেলে পাকিস্তান। সাইম আয়ুবকে (৫১ বলে ৫৯) তুলে নিয়ে জুটি ভাঙেন মানভ সুথার। ১৪৬ রানের মাথায় আউট হন অন্য ওপেনার সাহিবজাদা ফারহান (৬২ বলে ৬২)। ওমের ইউসুফ ৩৫ রান করে আউট হন।
একসময় ১৮৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। সেখান থেকে দলকে টেনে নিয়ে যান তৈয়ব তাহির। ৭১ বলে ২০৮ রানের দুরন্ত ইনিংস খেলে তিনি আউট হন। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫২ রান তোলে পাকিস্তান। মুবাসির খান করেন ৩৫। ভারতের হয়ে রাজ্যবর্ধন হাঙ্গারগেকার ও রিয়ান পরাগ ২টি করে উইকেট পান। হর্ষিত রানা, মানব সুথার ও নিশান্ত সিন্ধু ১টি করে উইকেট নেন।
জয়ের জন্য ৩৫৩ রানের বিশাল লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভারতও শুরুটা খারাপ করেনি। ওপেনিং জুটিতে ৮ ওভারে ৬৪ রান তুলে ফেলে। এরপর ২৯ রান করে আউট হন সাই সুদর্শন। নিকিন জোসে (১১) রান না পেলেও দলকে টেনে নিয়ে যান অভিষেক শর্মা ও অধিনায়ক যশ ধুল। ৫১ বলে ৬১ রান করে আউট হন অভিষেক শর্মা। যশ ধু্ল (৩৯) আউট হতেই ভেঙে পড়ে ভারত। ৪০ ওভারে ২২৪ রানে গুটিয়ে যায়। পাকিস্তানের হয়ে ৬৬ রানে ৩ উইকেট নেন সুফিয়ান মুকিম। ২টি করে উইকেট নেন আর্শাদ ইকবাল, মেহরান আক্রাম ও মহম্মদ ওয়াসিম জুনিয়র ২টি করে উইকেট নেন।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34