Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ১৯, ২০২২

পাকিস্থানী উপস্থাপিকাকে সাক্ষাৎকার!‌ কোহলি ভক্তদের দাবি অশুভ সময় শুরু

আরম্ভ ওয়েব ডেস্ক
পাকিস্থানী উপস্থাপিকাকে সাক্ষাৎকার!‌ কোহলি ভক্তদের দাবি অশুভ সময় শুরু

পাকিস্তানের জনপ্রিয় ক্রীড়া উপস্থাপিকা জয়নাব আব্বাস ইনস্টাগ্রামে বিরাট কোহলির সঙ্গে একটা ছবি শেয়ার করেছেন। পাকিস্তানী উপস্থাপিকার সঙ্গে কোহলির ছবি দেখে বেজায় ক্ষিপ্ত কোহলি ভক্তরা। পাকিস্তান ম্যাচের আগে তাঁরা আবার অশনি সংকেত দেখতে শুরু করেছেন। তাঁকে সমালোচনায় ভরিয়ে দিয়েছেন। এই ছবিটি দেখার পর কোহলিভক্তদের ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মনে পড়ে যাচ্ছে। ভক্তরা বলতে শুরু করেছেন এখন থেকে কোহলির দুর্ভাগ্য শুরু হতে চলেছে। এবার কোহলির যাবতীয় কৌশল এবং দুর্বলতা উন্মোচিত হবে।
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে জয়নাবকে সাক্ষাৎকার দিয়েছিলেন কোহলি। তাঁর সঙ্গে ছবিও তুলেছিলেন। জয়নাবের সাথে পোজ দেওয়ার পরে ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি শূন্য রানে আউট হয়েছিলেন। সেই ম্যাচ হেরেছিল ভারত। এবারও টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে জয়নাবকে সাক্ষাৎকার দিয়েছেন কোহলি। ছবিও তুলেছেন। জয়নাবের সঙ্গে আবার পোজ দিয়ে ছবি তোলার জন্য কোহলির ওপর ক্ষুব্ধ ভক্তরা।
কোহলির ভক্তরা ক্ষোভ প্রকাশ করে নানারকম যুক্তি দিয়েছেন। এক ভক্ত লিখেছেন, ‘‌টি২০ বিশ্বকাপের আগে পাকিস্তানি অ্যাঙ্করদের সাথে কথা বলা অশুভ। ভারতকে এর খেসারত দিতে হবে।’‌ কয়েকজন অনুরাগী আবার এই ঘটনাটিকে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে তুলনা করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে, ‘‌সেই সময়েও কোহলি একজন পাকিস্তানি অ্যাঙ্করকে সাক্ষাৎকার দিয়েছিলেন এবং ফাইনালে ভারতকে পাকিস্তানের কাছে হেরে যেতে হয়েছিল।’‌ কিছু ভক্ত আবার এও বলছেন যে, জয়নাব বিরাটের সমস্ত কৌশল এবং দুর্বলতা পাকিস্তানি খেলোয়াড়দের বলবেন। এইরকম পরিস্থিতিতে তাঁকে সহজেই আউট করতে পারবে পাকিস্তানের বোলাররা।
জয়নাব আব্বাস আইসিসি–র মিডিয়া প্ল্যাটফর্মের জন্য বিরাট কোহলির সাক্ষাৎকার নিয়েছেন। বিরাট কোহলির সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পাওয়ার কথা তিনি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সকলকে জানিয়েছেন। ইনস্টাগ্রামে কোহলির সঙ্গে তোলা ছবি পোস্ট করে জয়নাব আব্বাস লিখেছেন, ‘‌প্রতিদিন আপনি কোহলির সাথে কথা বলার কিংবা সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পাবেন না। তিনি কী দুর্দান্ত বক্তা!‌ সম্পূর্ণ সাক্ষাৎকারটি শীঘ্রই আইসিসি–র চ্যানেলে সম্প্রচার করা হবে।’‌ এই ছবি ভাইরাল হতেই বিরাট কোহলির পিছনে পড়ে ক্রিকেট ভক্তরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!