Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ১০, ২০২৩

বিশ্বকাপ নিয়ে পাক দলের বেয়াড়া আবদার। লাগে না, ফাইনালে আপত্তি নেই মোদিতে

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্বকাপ নিয়ে পাক দলের বেয়াড়া আবদার।  লাগে না, ফাইনালে আপত্তি নেই মোদিতে

বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। পাকিস্তান আমেদাবাদে ভারতের বিরুদ্ধে লিগ পর্বের ম্যাচ খেলতে রাজি নয়। তবে ফাইনালে উঠলে আমেদাবাদে খেলতে আপত্তি নেই। আইসিসি–র কাছে এমনই অনুরোধ জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠি।

এশিয়া কাপ নিয়ে চাপানউতোরের মাঝেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল পাকিস্তান থেকে এশিয়া কাপ সরে গেলে তারা বিশ্বকাপে খেলবে না। এখন সেই অবস্থান থেকে সরে এসেছে। এবার নতুন করে আমেদাবাদে না খেলার আপত্তি তুলেছে। ১৫ অক্টোবর বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান নাজম শেঠি আইসিসি–র কাছে অনুরোধ করেছেন, ভারত–পাকিস্তান ম্যাচ যাতে আমেদাবাদে না হয়। তবে পাকিস্তান ফাইনালে উঠলে আমেদাবাদে খেলতে আপত্তি নেই। বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলি হতে পারে আমেদাবাদ, হায়দরাবাদ, চেন্নাই ও বেঙ্গালুরুতে।

বিশ্বকাপের ভেনু হিসেবে বেছে নেওয়া হয়েছে আমেদাবাদ, চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, কলকাতা, দিল্লি, ইন্দোর, ধরমশালা, গুয়াহাটি, রাজকোট, রায়পুর ও মুম্বইকে। মোহালি ও নাগপুর এছর বিশ্বকাপের কোনও ম্যাচ পাচ্ছে না। ইডেনে ভারতের কোনও ম্যাচ না দেওয়ার পরিকল্পনা আছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। ভারতের ৯টি ম্যাচ আলাদা আলাদা স্টেডিয়ামে দেওয়ার পরিকল্পনা আছে। তবে সিএবি চেষ্টা করছে ভারতের অন্তত একটা ম্যাচ ইডেনে নিয়ে আসতে। তবে বাংলাদেশের কয়েকটা ভাল ম্যাচ ইডেন পেতে চলেছে।
নিজেদের শক্তির কথা মাথায় রেখে ভারতীয় টিম ম্যানেজমেন্ট অধিকাংশ ম্যাচ স্পিন সহায়ক উইকেটে খেলতে চায়। সেইভাবেই সূচি তৈরি করার পরিকল্পনা আছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। ভারত–অস্ট্রেলিয়া ম্যাচ চেন্নাইয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সকলের নজর ভারত–পাকিস্তান ম্যাচ কোথায় হয়, সেদিকে। এদিকে, আইসিসি জানিয়েছে বিশ্বকাপ খেলার ব্যাপারে পাকিস্তানের কাছ থেকে এখনও কোনও লিখিত প্রতিশ্রুতি পায়নি।

এবছর ১০টি দলকে নিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ৫ অক্টোবর প্রতিযোগিতা শুরু। ১৯ নভেম্বর ফাইনাল। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ ইতিমধ্যেই সরাসরি মূলপর্বে পৌঁছে গেছে। যোগ্যতা অর্জনপর্ব খেলে বাকি দুটি দল উঠে আসবে। যোগ্যতা অর্জন পর্বে খেলবে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নেপাল, ওমান, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহী ও জিম্বাবোয়ে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!