Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ৩০, ২০২৩

৩৩ আসনেই প্রার্থী ইমরান। সবকটি কেন্দ্রেই জয়ী হওয়ার সম্ভাবনা পিটিআইয়েরর, মন্তব্য দলীয় মুখপাত্রের

আরম্ভ ওয়েব ডেস্ক
৩৩ আসনেই প্রার্থী ইমরান। সবকটি কেন্দ্রেই জয়ী হওয়ার সম্ভাবনা পিটিআইয়েরর, মন্তব্য দলীয় মুখপাত্রের

জাতীয় পরিষদের উপনির্বাচনে অংশগ্রহণ করবেন ইমরান খান। ৩৩ টি আসনেই তিনি লড়বেন বলে জানিয়েছে তাঁর দল তেহরিক-ই-ইনসাফ।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ১৬ মার্চ পাকিস্তানে উপ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ইতিপূর্বে পিটিআই সাংসদরা পদত্যাগ করায় ৩৩ টি আসন শূন্য হয়েছিল। দলীয় মুখপাত্র শাহ মেহমুদ কুরেশি রবিবার সংবাদ মাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে জানান যে, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান সবকটি আসনেই লড়বেন বলে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। দলের অন্য আর একজন নেতা ফাওয়াদ চৌধুরী অবশ্য মাসের শুরুতেই এ ব্যাপারে টুইট করে দলের প্রধানের নির্বাচনে লড়ার কথা জানিয়েছিলেন।

কুরেশি এদিন আরও জানান যে, আসন্ন উপ- নির্বাচনে সবকটি আসনেই জিততে পারে তেহরিক- ই- ইনসাফ। কারণ হিসাবে তিনি গত বছর ১৬ জুলাই এর ভোটের কথা উল্লেখ করেন। সেই সময়ে দলীয় প্রধান ইমরান খানের নেতৃত্বের ওপর আস্থা রেখেছিলেন পাকিস্তানের সাধারণ মানুষ। পরিষদের সাংসদদের পদত্যাগ করবার তিন মাসের মধ্যেই উপনির্বাচন হওয়ার কথা। সেটা নাহলে তা হত সাংবিধানিক নীতির অবমাননা। এ ব্যাপারে নির্বাচন কমিশনকে বহুদিন ধরেই চাপ দিয়ে আসছিলেন তাঁরা। সেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করায় তাঁদের দল খুশি। কমিশনের সঙ্গে তাঁরা এখন আর কোনো যোগাযোগ রাখছেন না বলেই জানান তিনি।

প্রসঙ্গত, গত বছর এপ্রিল মাসে ইমরান খান প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর তাঁর দলের সাংসদরাও পরিষদের অধ্যক্ষের কাছে পদত্যাগপত্র জমা দেন। কিন্তু স্পীকার আশরাফ মাত্র ১১ জনের ইস্তফা গ্রহণ করেন। কারণ হিসেবে বাকিদের পদত্যাগপত্রকে পৃথকভাবে যাচাই করবার উপর কথা বলেছিলেন তিনি। আট মাস পর বাকি আরও ৩৪ জন পিটিআই সাংসদ এবং আওয়ামী মুসলিম লীগ প্রধান শেখ রশিদের পদত্যাগ পত্র গ্রহণ করেন তিনি। সব মিলিয়ে এখনও পর্যন্ত আশি জন পিটিআই সাংসদ পদত্যাগ করেছেন। আস্থা ভোটে বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সরকারের পতন ঘটানোর উদ্দেশ্যে এই পরিকল্পনা কিনা তা নিয়ে পাকিস্তানের রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!