- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ১৭, ২০২৩
জ্বরে আক্রান্ত বেশ কয়েকজন ক্রিকেটার, অস্ট্রেলিয়া ম্যাচের আগে চরম বিপাকে পাকিস্তান

প্রথম দুটি ম্যাচে জয় দিয়ে দারুণভাবে বিশ্বকাপ শুরু করেছিল পাকিস্তান। তৃতীয় ম্যাচে ভারতের কাছে বিধ্বস্ত। তারপর থেকে সময়টা ভাল যাচ্ছে না বাবর আজমদের। শুক্রবার পরের ম্যাচে মাঠে নামতে হবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তার আগে চূড়ান্ত সমস্যায় পাকিস্তান। দলের বেশ কয়েকজন ক্রিকেটার ভাইরাল জ্বরে আক্রান্ত। যার জেরে বন্ধ রাখতে হয়েছে অনুশীলন।
ভারতের বিরুদ্ধে শনিবার আমেদাবাদে ম্যাচ খেলে পরের দিনই বেঙ্গালুরু পৌঁছে যায় পাকিস্তান। বেঙ্গালুরু পৌঁছনোর পরই দলের বেশ কয়েকজন ক্রিকেটার জ্বরে আক্রান্ত হন। বিন্দুমাত্র সময় নষ্ট না করে জ্বরে আক্রান্ত ক্রিকেটারদের রক্তপরীক্ষা করা হয়। তবে কারও ডেঙ্গি কিংবা করোনা ধরা পড়েনি। ওপেনার আবদুল্লাহ শফিক, শাহিন আফ্রিদি, উসামা মীর, ফখর জামান, প্রত্যেকেই জ্বরে আক্রান্ত হয়েছিলেন। এদের মধ্যে উসামা মীর ও ফখর জামানের জ্বর কমেছে।
ক্রিকেটাররা জ্বরে আক্রান্ত হওয়ায় মঙ্গলবার অনুশীলন বাতিল করে দেয় টিম ম্যানেজমেন্ট। ক্রিকেটাররা যদি জ্বর থেকে সেরে না ওঠেন, কিংবা অন্য কোনও ক্রিকেটার নতুন করে জ্বরে আক্রান্ত হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল নামানোই কঠিন হয়ে পড়বে পাকিস্তানের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারলে সমস্যায় পড়তে হবে বাবর আজমদের। অসিদেরও জিততে হবে। দুই দলের কাছেই ম্যাচটা গুরুত্বপূর্ণ হতে চলেছে।
ভারতের কাছে হারের পর পাকিস্তান দলের কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে। ক্রিকেটারদের সমালোচনায় ভরিয়ে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটাররা। দলের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের প্রাক্তনরা। ওয়াসিম আক্রাম আগেই জানিয়েছিলেন, ক্রিকেটারদের ফিটনেস টেস্ট হয় না। এবার শাহিন আফ্রিদির ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াকার ইউনিস। তিনি বলেছেন, ‘শাহিন আফ্রিদির ফিটনেস সমস্যা আছে বলেই সেরা ছন্দে ওকে পাওয়া যাচ্ছে না।’
❤ Support Us