- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ১৯, ২০২৪
ম্যাচ চলাকালীন প্রকাশ্যে ধূমপান! বিতর্কে জড়ালেন পাকিস্তানের ইমাদ ওয়াসিম
ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমের সামনে ডাগ আউটে বসে ধূমপান! বিতর্কে জড়ালেন পাকিস্তানের ক্রিকেটার ইমাদ ওয়াসিম। সোমবার পাকিস্তান সুপার লিগের ফাইনাল ম্যাচ চলাকালীন তাঁর দল যখন ব্যাটিং করছিল, সেই সময় ড্রেসিংরুমের সামনে বসে ধূমপান করছিলেন ইমাদ ওয়াসিম। তার ধূমপান করার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সোমবার পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেড ও মুলতান সুলতানের মধ্যে ফাইনাল ছিল। প্রথমে ব্যাট করে মুলতান ৯ উইকেটে তোলে ১৫৯। মুলতানের ইনিংসের ১৮ তম ওভারের সময় টিভির পর্দায় দেখা যায় কোচের পাশে বসে ধূমপান করছেন ইমাদ। প্রকাশ্যে ইমাদকে ধূমপান করতে দেখেও কোচ কিংবা সতীর্থরা কেউ বাধা দেননি। ম্যাচ শেষ হতেই নেটদুনিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়ে। অনেকেই সেই ভিডিও দেখে মন্তব্য করেন, “পাকিস্তান স্মোকিং লিগ”। অনেকে মন্তব্য করেছেন “ক্রিকেটের জন্য খুব খারাপ বিজ্ঞাপন।”
ধূমপান করার আগে বল হাতে অবশ্য কামাল করেন ইমাদ ওয়াসিম। ৪ ওভারে ২৩ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। তাঁর দুরন্ত বোলিংই পাকিস্তান সুপার লিগ ফাইনালে ইসলামাবাদ ইউনাইটেডের জয়ের ভিত গড়ে দিয়েছিল। মুলতান সুলতানকে ১৫৯ রানে আটকে রাখে ইসলামাবাদ। শেষ বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। ৮ উইকেট হারিয়ে ১৬৩ রান তুলে চ্যাম্পিয়ন হয়। ১৯ রান করে অপরাজিত থাকেন ইমাদ। তিনিই ম্যাচের সেরা। এই নিয়ে ৩ বার চ্যাম্পিয়ন হল ইসলামাবাদ ইউনাইটেড।
❤ Support Us