- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ১৬, ২০২৩
বড় ধাক্কা পাকিস্তানের, বিশ্বকাপে খেলতে পারবেন না নাসিম শাহ

সুপার ফোরের ম্যাচে ভারত ও শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। ভারতের কাছে হার ও এশিয়া কাপ থেকে বিদায় দেওয়ার থেকেও বড় দুঃসংবাদ পাকিস্তান শিবিরে। বিশ্বকাপে খেলতে পারবেন না দলের অন্যতম সেরা বোলার নাসিম শাহ। কাঁধের চোট তাঁকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে।
সুপার ফোরে ভারতের বিরুদ্ধে ম্যাচের ৪৬ ওভারে ম্যাচে কাঁধে চোট পান নাসিম শাহ। মাঠ থেকে বেরিয়ে যান। নিজের কোটার পুরো ওভার বোলিংও করতে পারেননি। এরপরই কলম্বো থেকে দুবাই উড়ে যান। সেখানে তাঁর চোটের জায়গা স্ক্যান করা হয়। স্ক্যানের রিপোর্টে দেখা গেছে নাসিমের চোট গুরুতর। বিশ্বকাপে খেলার সম্ভাবনা নেই। শুধু বিশ্বকাপই নয়, আগামী ৬ মাস মাঠের বাইরে কাটাতে হতে পারে নাসিম শাহকে। এরফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ এবং পাকিস্তান সুপার লিগেও খেলতে পারবেন না তিনি।
স্ক্যান রিপোর্টে চোট গুরুতর হলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও আশা ছাড়ছে না নাসিম শাহকে নিয়ে। তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও একবার স্ক্যান করাতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। মাত্র ১৬ বছর বয়সে টেস্ট অভিষেক হয়েছিল নাসিম শাহর। কয়েকবছর আগে পিঠে চোট পেয়েছিলেন। ১৪ মাস মাঠের বাইরে ছিলেন। চোট সারিয়ে ফিরে এসে তিন ধরণের ফরম্যাটেই নিজেকে অপরিহার্য করে তুলেছেন। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা জোরে বোলার। তিনি বিশ্বকাপে খেলতে না পারলে পাকিস্তানেক বোলিং অনেকটাই দুর্বল হয়ে পড়বে।
শুধু নাসিম শাহই নন, ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ওই ম্যাচে হ্যারিস রউফও চোট পেয়েছিলেন। তবে তাঁর চোট গুরুতর নয়। বিশ্বকাপে খেলার ব্যাপারে তাঁর কোনও সমস্যা নেই।
❤ Support Us