Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ৯, ২০২৪

পাকিস্তানে ভোটের ফল ঘোষণা শুরু। লাহোর সহ ১৪টি আসনে এগিয়ে নাওয়াজের দল । জেল থেকেই জোর টক্কর ইমরানের

আরম্ভ ওয়েব ডেস্ক
পাকিস্তানে ভোটের ফল ঘোষণা শুরু। লাহোর সহ ১৪টি আসনে এগিয়ে নাওয়াজের দল । জেল থেকেই জোর টক্কর ইমরানের

কারাগারে বন্দী অবস্থাতেই কি দেশের সাধারণ নির্বাচনে বাজিমাত করবেন ইমরান খান? পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনের প্রাথমিক ফলাফলে তেমনই ইঙ্গিত পায়া যাচ্ছে। এদিন ভারতীয় সময় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রকাশিত ফলাফল ঘোষণা করা হয়েছে। তাতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) পার্টির সমর্থিত প্রার্থীরা ১১টি ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ১০টি আসনে জয়ী হয়েছে। আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল–এন লাহোর সহ ১৪টি আসনে জয়লাভ করেছে।

বৃহস্পতিবার ভোট গ্রহণ করতে অনেকটাই বিলম্ব হয়। ভোট শেষ হওয়ার ১২ ঘণ্টা পর ফলাফল ঘোষণা শুরু হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পিএমএল-এনকে তাদের শক্ত ঘাঁটি পাঞ্জাবে জোর টক্কর দিচ্ছে ইমরান খানের তেহরিক–ই–ইনসাফ পার্টি। পিটিআই সমর্থিত নির্দলরা সারা দেশে বেশ কয়েকটি আসনে এগিয়ে রয়েছেন। পাকিস্তান সংবাদমাধ্যমের দাবি, পিটিআই ১৫৪ আসনে এগিয়ে রয়েছে। পিটিআইসমর্থিত প্রার্থীদের সঙ্গে নওয়াজ শরিফের পিএমএল–এন দলের মধ্যে মূল লড়াই হচ্ছে। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা নওয়াজ শরিফকে পেছন থেকে সাহায্য করছে দেশের সামরিক বাহিনী।

‌পাকিস্তানে জাতীয় পরিষদের ২৬৬ আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনের আগে দুস্কৃতিদের গুলিতে এক প্রার্থী নিহত হওয়ায় একটা আসনে ভোট স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার মোট ২৬৫ আসনে ভোট হয়। সরকার গঠন করতে গেলে ১৩৪টি আসন পেতে হবে। কিন্তু ভোটের যা গতিপ্রকৃতি, কোনও দলই এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না।

ভোট গননা চলাকালীনই পাকিস্তানের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। প্রধান নির্বাচন কমিশনার নিখোঁজ বলে গুজব রটেছে। ফল ঘোষণা দেরিতে শুরু হওয়ায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিরোধী রাজনৈতিক দলের নেতারা। তাঁদের মতে, সামরিক বাহিনী ও নির্বাচন কমিশনের সাহায্যে তদারকি সরকার ফলাফলে কারচুপি করছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!