- এই মুহূর্তে প্রচ্ছদ রচনা
- আগস্ট ২৬, ২০২২
বিধ্বংসী বন্যায় প্লাবিত পাকিস্তান ! প্রাণ হারালেন নশোরও অধিক মানুষ
অনবরত বর্ষণে প্লাবিত গোটা পাকিস্তান। বন্যায় ভেসে যাচ্ছে সাধারণ জীবন। প্রাণ হারিয়েছেন নশোর অধিক মানুষ। বাকি তিন কোটি মানুষ আশ্রয়হীনভাবে রয়েছেন।

চিত্র সংগৃহীত
অনবরত বর্ষণে প্লাবিত গোটা পাকিস্তান। বন্যায় ভেসে যাচ্ছে সাধারণ জীবন। প্রাণ হারিয়েছেন নশোর অধিক মানুষ। ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন পাক সরকার। পাকিস্তানের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত নশো সাইত্রিশ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে তিনশো তেতাল্লিশ জন শিশু রয়েছে। বাকি তিন কোটি মানুষ আশ্রয়হীনভাবে রয়েছেন।
বর্ষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের সিন্ধ অঞ্চল। সেখানে প্রাণ হারিয়েছেন প্রায় তিনশো ছয় জন। বেলুচিস্তানও ভয়ংকর বিপর্যয়ের সম্মুখে। পাকিস্তানের পঞ্জাব ও খাবার পাখতুনখোয়ায় ব্যাপক বর্ষণ ও বন্যার ফলে প্রাণক্ষয় হয়েছে প্রায় দুশো ষাটের ঊর্ধ্বে। সংবাদ সূত্রে জানা গেছে, পাকিস্তানের একাধিক অঞ্চলে অস্বাভাবিক ভাবে বর্ষণের পরিমাণ বেড়েছে। যার ফল এই ধ্বংসাত্মক বন্যা।
প্রকৃতির এই ভয়াবহ রূপের মোকাবিলা করতে হিমসিম খেয়ে যাচ্ছেন শাহবাজ শরফের সরকার। যারা বন্যায় ভীটেহারা হয়েছেন তাদের সরকারি ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পরিস্থিতির ভয়াবহতা কতটা তীব্র তা টুইট করে জানালেন পাকিস্তানের জলবায়ু বিষয়ক মন্ত্রী শেরি রেহমান। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পাকিস্তান এই মুহূর্তে বর্ষণের একটি অভূতপূর্ব পরিস্থিতিতে রয়েছে, যা আবার সেপ্টেম্বরে দেখা যেতে পারে !
❤ Support Us