Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১৬, ২০২২

মোদির সমালোচনায় পাক বিদেশমন্ত্রীর বেনজির ভাষা প্রয়োগ, কড়া প্রতিক্রিয়া দিল্লির

আরম্ভ ওয়েব ডেস্ক
মোদির সমালোচনায় পাক বিদেশমন্ত্রীর বেনজির ভাষা প্রয়োগ, কড়া প্রতিক্রিয়া দিল্লির

রাষ্ট্রপূঞ্জের মঞ্চে দাড়িয়ে মোদিকে পাকিস্তানের বিদেশমন্ত্রীর বেনজির আক্রমণ । সন্ত্রাস প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে লাদেনের এবং আরএসএস কে হিটলার বাহিনীর সঙ্গে তুলনা করলেন তিনি । বিলাবল ভুট্টো জারদারির মন্তব্যের নিন্দায় সরব নয়া দিল্লি ।

শুক্রবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে, সন্ত্রাসবাদ প্রসঙ্গে বলতে গিয়ে পাক বিদেশমন্ত্রী বলেছেন , ওসামা বিন লাদেন নিহত হয়েছেন, কিন্তু গুজরাটের কসাই এখনো জীবিত । তিনিই এখন সে দেশের প্রধানমন্ত্রী ।

পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি জরদারি এবং সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির পুত্রের এ ব্যক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক । বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, হতাশাতেই এমন কথা বলেছেন বিলাওয়াল । এটা তার দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। এরকম মন্তব্য না করে বরং জঙ্গি সংগঠনের মাস্টারমাইন্ডদের দিকে নজর দেওয়া উচিত বিলাওয়ালের । এ প্রসঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, এটা পাক বিদেশমন্ত্রীর এহেন বক্তব্য, তাঁর এবং সেদেশের দুজনেরই নিম্ন রুচীর পরিচায়ক । ১৯৭১এর প্রসঙ্গ উত্থাপন করে অরিন্দম বাগচি বলেন, বাঙালিদের ওপর পাকিস্তানি শাসকরা সেইসময় যে বর্বর অত্যাচার করেছিল, পাকিস্তান হয়তো ভুলে গেছে ।

পাক বিদেশ মন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদে, নয়া দিল্লিতে পাকদূতাবাসের বাইরে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চা ।
বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সভায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কাশ্মীর ইস্যু নিয়ে পাক বিদেশমন্ত্রীর প্রশ্নের তীব্র সমালোচনায়, ২০০১ সংসদ হামলা এবং আল কায়দা প্রধান ওসামাকে আশ্রয় দেওয়ার প্রসঙ্গ উত্থাপন করেছিলেন । তারই পাল্টায় শুক্রবার, রাষ্ট্রপুঞ্জের মঞ্চে দাড়িয়ে গুজরাট দাঙ্গার প্রসঙ্গ উত্থাপন করেন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল । গোধরা ইস্যুতে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রীর ভিসা নাকচ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র , সেই প্রসঙ্গ উত্থাপন করে পাকিস্তান পিপলস পার্টির নেতা বলেন, প্রধানমন্ত্রী হওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকারও ছিলনা মোদির । পাশাপাশি আরএসএস সঙ্গে হিটালারের খুনে বাহিনী এসএস গ্রুপের তুলনা করেছেন তিনি ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!