- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ১৬, ২০২২
মোদির সমালোচনায় পাক বিদেশমন্ত্রীর বেনজির ভাষা প্রয়োগ, কড়া প্রতিক্রিয়া দিল্লির

রাষ্ট্রপূঞ্জের মঞ্চে দাড়িয়ে মোদিকে পাকিস্তানের বিদেশমন্ত্রীর বেনজির আক্রমণ । সন্ত্রাস প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে লাদেনের এবং আরএসএস কে হিটলার বাহিনীর সঙ্গে তুলনা করলেন তিনি । বিলাবল ভুট্টো জারদারির মন্তব্যের নিন্দায় সরব নয়া দিল্লি ।
শুক্রবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে, সন্ত্রাসবাদ প্রসঙ্গে বলতে গিয়ে পাক বিদেশমন্ত্রী বলেছেন , ওসামা বিন লাদেন নিহত হয়েছেন, কিন্তু গুজরাটের কসাই এখনো জীবিত । তিনিই এখন সে দেশের প্রধানমন্ত্রী ।
পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি জরদারি এবং সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির পুত্রের এ ব্যক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক । বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, হতাশাতেই এমন কথা বলেছেন বিলাওয়াল । এটা তার দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। এরকম মন্তব্য না করে বরং জঙ্গি সংগঠনের মাস্টারমাইন্ডদের দিকে নজর দেওয়া উচিত বিলাওয়ালের । এ প্রসঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, এটা পাক বিদেশমন্ত্রীর এহেন বক্তব্য, তাঁর এবং সেদেশের দুজনেরই নিম্ন রুচীর পরিচায়ক । ১৯৭১এর প্রসঙ্গ উত্থাপন করে অরিন্দম বাগচি বলেন, বাঙালিদের ওপর পাকিস্তানি শাসকরা সেইসময় যে বর্বর অত্যাচার করেছিল, পাকিস্তান হয়তো ভুলে গেছে ।
পাক বিদেশ মন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদে, নয়া দিল্লিতে পাকদূতাবাসের বাইরে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চা ।
বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সভায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কাশ্মীর ইস্যু নিয়ে পাক বিদেশমন্ত্রীর প্রশ্নের তীব্র সমালোচনায়, ২০০১ সংসদ হামলা এবং আল কায়দা প্রধান ওসামাকে আশ্রয় দেওয়ার প্রসঙ্গ উত্থাপন করেছিলেন । তারই পাল্টায় শুক্রবার, রাষ্ট্রপুঞ্জের মঞ্চে দাড়িয়ে গুজরাট দাঙ্গার প্রসঙ্গ উত্থাপন করেন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল । গোধরা ইস্যুতে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রীর ভিসা নাকচ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র , সেই প্রসঙ্গ উত্থাপন করে পাকিস্তান পিপলস পার্টির নেতা বলেন, প্রধানমন্ত্রী হওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকারও ছিলনা মোদির । পাশাপাশি আরএসএস সঙ্গে হিটালারের খুনে বাহিনী এসএস গ্রুপের তুলনা করেছেন তিনি ।
❤ Support Us