Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মার্চ ১৯, ২০২৪

দিলীপ-রাজের বাড়িতে সংগ্রহশালা, শুরু পাক প্রস্তুতি

আরম্ভ ওয়েব ডেস্ক
দিলীপ-রাজের বাড়িতে সংগ্রহশালা, শুরু পাক প্রস্তুতি

চলচ্চিত্রের দুই কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার এবং রাজ কাপুরের পৈতৃক ভিটেতে সংগ্রহশালা তৈরির পরিকল্পনা নিল পাকিস্তান সরকার ।

দিলীপ কুমারের আদি বাড়ি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়াযর কিসসা খাওয়ানি বাজারে । ১২ বছর বয়স পর্যন্ত সেখানেই ছিলেন দিলীপ ওরফে ইউসুফ খান । ১৯৩২ এ তাঁরা পাকিস্তান ছেড়ে ভারতে চলে আসেন । দেশ ভাগের পর দিলীপ কুমার একবারই নিজের পৈতৃক ভিটে দেখতে গিয়েছিলেন ।

২০১৪ সালে বাড়িটিকে পাকিস্তান সরকার জাতীয় হেরিটেজ বলে ঘোষণা করে । তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এই ঘোষণা করেছিলেন ।

পেশোয়ারে, রাজ কাপুরের পৈতৃক বাড়ির নাম ছিল কাপুর হাভেলি । তাঁর বাবা দিওয়ান কাপুর এই বাড়িটি তৈরি করেছিলেন । পাক পুরাতত্ত্ব বিভাগের অনুমান ১৯১৮ সালে বাড়ি তৈরি হয়েছিল । ২০১৬ সালে পাককিস্তান এই বাড়িকে জাতীয় হেরিটেজের তকমা দেয় ।

খাইবার পাখতুনখাওয়া পুরাতত্ত্ব বিভাগের প্রধান ডাক্তার আব্দুস সমদ খান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুই জনপ্রিয় অভিনেতার বাড়িকেই সংগ্রহশালায় পরিণত করার প্রস্তুতি শুরু হয়েছে । আইনি প্রক্রিয়া চলছে । পাক সরকার প্রয়োজনীয় তহবিল বরাদ্দ করলেই পাক পুরতত্ত্ব বিভাগ সংগ্রহশালা তৈরির কাজ শুরু করবে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!