- এই মুহূর্তে বি। দে । শ
- নভেম্বর ২৬, ২০২৪
ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান, বিক্ষোভ নিয়ন্ত্রণে চলল গুলি । নিহত ৫, আহত বহু

প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল পাকিস্তান। তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) ডাকা রাজধানী অভিযানে বিক্ষোভ মিছিলে কার্যত অবরুদ্ধ ইসলামাবাদ। বিক্ষোভ আটকাতে গুলির নির্দেশ দিয়েছে সরকার। পুলিশের গুলিতে ৫ জন নিহত হয়েছেন। অনেকেই আহত। ইতিমধ্যেই পিটিআইয়ের ৫ সাংসদসহ প্রায় ৪ হাজার জনকে গ্রেফতার করেছে পুলিশ। ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও বিক্ষোভ মিছিলে সামিল হয়েছেন। তিনি পরিস্কার জানিয়েছেন, ইমরানকে নিয়েই ইসলামাবাদ থেকে ফিরবেন।
পিটিআই–য়ের পক্ষ থেকে অনেক আগেই ইসলামাবাদ অভিযানের ডাক দেওয়া হয়েছিল। ইসলামাবাদের ডি চকে জমায়েত হওয়ার কথা ঘোষণা করা হয়। সরকারের পক্ষ থেকে পিটিআই নেতাদের সতর্ক করে বলা হয়েছিল, রাজধানী অভিযান করলে সমর্থকদের চরম মাশুল দিতে হবে। সরকারের পক্ষ থেকে পিটিআই নেতাদের আলোচনায় বসার কথাও বলা হয়েছিল। পিটিআই সমর্থকদের রাজধানী অভিযান আটকাতে রাজধানীর সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। দু–মাসের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইসলামাবাদে সব ধরনের সভা–সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
সরকারের যাবতীয় বাধা উপেক্ষা করে সোমবার রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে যায় পিটিআই নেতা–কর্মীদের গাড়ির মিছিল। খাইবার–পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুরের নেতৃত্বে গাড়ির মিছিল ব্রাহমা মোড়ে পৌঁছলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায় সংঘর্ষ শুরু হয় পিটিআই কর্মীদের। এছাড়া আরও কয়েকটি এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। পাঞ্জাবে সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শ্রীনগর মহাসড়কে কিছু দুষ্কৃতকারী রেঞ্জার্স কর্মীদের ওপর গাড়ি উঠিয়ে দিয়েছে। ঘটনায় ৪ জন প্যারাট্রুপার ও একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। বিক্ষোভ চলাকালীন এই ধরনের ঘটনায় এখনও পর্যন্ত ৪ জন রেঞ্জার ও ২ জন পুলিশ কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক পুলিশ।
নিরাপত্তার কথা বিবেচনা করে ২৪৫ ধারা জারি করে ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি বলেছেন, ‘ইসলামাবাদের রেড জোনে প্রবেশ করলে পিটিআই কর্মীদের গুলির নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি ভবনের সুরক্ষায় ওই এলাকায় চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কেউ ওই এলাকায় প্রবেশ করলে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে।’
❤ Support Us