- প্রচ্ছদ রচনা মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ২৪, ২০২২
নিয়ম মেনেই ‘নো’ বল, পাকিস্তানের দাবি অযৌক্তিক

জয়ের জন্য শেষ ওভারে ভারতের জয়ের জন্য দরকার ছিল ১৬ রান। শেষ ৩ বলে ১৩। মহম্মদ নওয়াজের ফুলটস বল বিরাট কোহলির হাঁটুর ওপরে ছিল। সপাটে সেই বলে ব্যাট চালিয়েছিলেন বিরাট কোহলি। বল ডিপ স্কোয়ার লেগ বাউন্ডারির বাইরে উড়ে যায়। ঝাঁপিয়ে বল হাতে লাগালেও ছক্কা আটকাতে পারেননি আসিফ আলি। আম্পায়র মারিয়াস এরাসমাস বলের উচ্চতার জন্য ‘নো’ ডাকেন। পাকিস্তান অধিনায়ক বাবর আজম এরাসমাসের কাছে আবেদন জানালেও তিনি কর্ণপাত করেননি। নিজের সিদ্ধান্ত অটল থাকেন। এই ‘নো’ বল নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
পাকিস্তান শিবির ‘নো’ বল মানতে চাইছে না। টিম ম্যানেজমেন্টের দাবি, তারা দুর্ভাগ্যের শিকার। ওই বলটা ‘নো’ না হলে হয়তো ম্যাচে ফিরতে পারত পাকিস্তান। কারণ ভারত একটা বাড়তি বলের পাশাপাশই একটা অতিরিক্ত রানও পেয়ে যায়। সঙ্গে ফ্রি হিটও। চাপে পড়ে পরের বলটা ওয়াইড করে বসেন নওয়াজ। ফলে ফ্রি ফিট চালু থাকে। চতুর্থ বল কোহলির স্টাম্পে লাগলেও আউট হননি বলটা ফ্রি হিট হওয়ার জন্য। তিন–তিনটি বাই রান আসে ভারতের। হিসাব অনুযায়ী ওই এক বলে ভারত সংগ্র করে ১১ রান। ওই বলটাই ম্যচের ভাগ গড়ে দেয়।
পঞ্চম বলে দীনেশ কার্তিক স্টাম্পড হলেও জয় আটকায়নি ভারতের, মাথা ঠান্ডা রেখে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন রবিচন্দ্রন অশ্বিন। পাকিস্তান শিবির মনে করছে, মহম্মদ নওয়াজের শেষ শেষ ওভারের চতুর্থ বল ‘নো’ হওয়ার মতো উচ্চতায় ছিল না। ওই বলটাই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। যদিও বিশেষজ্ঞের মতে বলটা যথেষ্ট উচ্চতায় ছিল। কোহলি নওয়াজের যে বলে বোল্ড হয়েছিলেন, সেই বলে ৩ রান বাই নিয়েও আপত্তি জানিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তাঁর দাবি, উইকেটে লাগার সঙ্গে সঙ্গে বল ডেড হয়ে গিয়েছিল। কিন্তু ক্রিকেটের নিয়ম অনুয়ায়ী, বল উইকেটে লাগলেও ডেড হবে না। একটা বল তখনই ডেড হবে, যখন সেটা ফিল্ডার মারফৎ ঘুরে উইকেটকিপার কিংবা বোলারের হাত জমা হবে কিংবা বাউন্ডারির বাইরে চলে যাবে। অথবা কোনও ব্যাটার আউট হওয়ার পরের মুহূর্তে বলটি ডেড হবে। ফি হিটের ক্ষেত্রে নিয়ম হল কোনও ব্যাটারের শট প্রতিপক্ষ ফিল্ডার ক্যাচ নিলেও তিনি দৌড়াতে পারেন এবং সেই রান তাঁর রানের সঙ্গে যোগ হবে এবং তিনি যদি প্লেড–অন হন তা হলেও তিনি রান নিতে পারবেন এবং তা তাঁর মোট রানে যোগ হবে। কিন্তু যদি সরাসরি বোল্ড হন, তা হলেও তিনি রান নিতে পারেন এবং সেই রান অতিরিক্ত হিসেবে যোগ হবে। সেই কারণেই আম্পায়ার বাই দিয়েছিলেন।
❤ Support Us