- এই মুহূর্তে বি। দে । শ
- এপ্রিল ১, ২০২৪
ইমরান ও তাঁর স্ত্রী বুশরা বিবির কারাদণ্ড স্থগিত করল ইসলামাবাদ হাইকোর্ট
তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির ১৪ বছরের কারাদণ্ড স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট। সোমবার কারাদণ্ড স্থগিতের নির্দেশ দেয় আদালত। ইমরানের আবেদনের ভিত্তিতে ইসলামবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক ও বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব কারাদণ্ড স্থগিতের রায় দিয়েছেন।
তোশাখানা দুর্নীতিসহ বেশ কয়েকটি মামলায় ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দী রয়েছেন ইমরান খান। এবছর ৩১ জানুয়ারি তোশাখানা মামলায় ইসলামাবাদের এক আদালত ইমরান খান ও বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দেয়। আদালত ইমরান খান ও বুশরা বিবিকে দশ বছরের জন্য সরকারি দায়িত্ব পালন থেকেও নিষিদ্ধ ঘোষণ করে এবং দুজনকেই ৭৮ কোটি ৭০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়। একদিন পরেই ইদ্দত শেষ হওয়ার আগে বিয়ে করার জন্য ইমরান ও বুশরাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় ইমরান খানকে আদালতে হাজির করা হলেও তাঁর স্ত্রী অনুপস্থিত ছিলেন। অবশ্য পরে তিনি আত্মসমর্পণ করেন।
নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেন ইমরান খান। তাঁর হয়ে আদালতে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আলি জাফর। শুনানির সময় হাজির ছিলেন পাকিস্তানের অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর প্রসিকিউটর আমজাদ পারভেজ।
২০২৩ সালের ডিসেম্বরে তোশাখানা মামলাটি করেছিল জাতীয় জবাবদিহি ব্যুরো। সৌদি যুবরাজের উপহার দেওয়া দুটি অলংকারের দাম কম দেখিয়ে তোশাখানা থেকে নেওয়ার অভিযোগ করা হয়েছিল ইমরান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। ২০২৪ সালের জানুয়ারিতে ইসলামাবাদের জবাবদিহি কোর্ট দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলায় দুর্নীতিবিরোধী সংস্থা এনএবি অভিযোগ করেছিল, ইমরান খান প্রধানমন্ত্রী থাকার সময় তিনি ও তাঁর স্ত্রী বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও বিদেশি প্রতিনিধির কাছ থেকে সব মিলিয়ে ১০৮টি উপহার গ্রহণ করেছেন।
❤ Support Us