- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ১২, ২০২৩
অবশেষে ভিসা জট কাটল, শুক্রবারই আমেদাবাদ পৌঁছচ্ছেন পাক সাংবাদিকরা

দীর্ঘ টালবাহনার পর অবশেষে ভিসা সমস্যা মিটতে চলেছে পাকিস্তানের সাংবাদিক ও ক্রিকেটভক্তদের। ১৪ অক্টোবর আমেদাবাদে ভারত–পাকিস্তান ম্যাচে মাঠে হাজির থাকতে আর কোনও অসুবিধা হবে না। দু’একদিনের মধ্যেই এদেশে মাটিতে পা দেবেন পাকিস্তানের সাংবাদিক ও ক্রিকেটভক্তরা।
ভারতে বিশ্বকাপ কভার করতে আসার কথা পাকিস্তানের প্রায় ৬০ জন সাংবাদিকের। এছাড়াও ম্যাচ দেখতে আসার কথা প্রচুর ক্রিকেটভক্তর। কিন্তু ইসলামাবাদের ভারতীয় দূতাবাস ভিসার আবেদন গ্রহন করছিল না। এই নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ। তিনি আইসিসি–র কাছে সরাসরি অভিযোগ করেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহর সঙ্গেও কথা বলেন। অবশেষে সমস্যার সমাধান হতে চলেছে।
জয় শাহ বুধবার সকালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফকে বলেন, পাকিস্তানের সাংবাদিক ও সমর্থকদের ভিসার জটিলতা কেটে গেছে। দ্রুত তাঁরা ভিসা পেয়ে যাবেন। এরপরই পরিস্থিতি বদলে যায়। ইসলামাবাদের ভারতীয় দূতাবাস পাকিস্তান সাংবাদিকদের ফোন করে ভিসা জন্য আবেদন করতে বলে। আজই ভিসা মঞ্জুর হওয়ার কথা। ভিসা পেলেই সাংবাদিক ও সমর্থকরা আমেদাবাদে পৌঁছে যাবেন। এতদিন দেশের সাংবাদিক ও সমর্থকদের সামনে খেলার সুযোগ হয়নি বাবর আজমদের। এবার সেই সমস্যা মিটে গেল।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফকেও ভারত–পাকিস্তান ম্যাচ দেখতে আসার আমন্ত্রণ জানিয়েছেন জয় শাহ। দেশের সাংবাদিকরা এতদিন ভিসা না পাওয়ায় তিনি ভারতে আসার দিন পিছিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত সাংবাদিকদের ভিসা জট কেটে যাওয়ায় জাকা আশরাফ শুক্রবার ভারতে আসছেন।
❤ Support Us