Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৭, ২০২৩

এখনও ভিসা দেয়নি ভারত, ‌বিশ্বকাপে আসতে পারেননি পাকিস্তানের সমর্থক ও সাংবাদিকরা

আরম্ভ ওয়েব ডেস্ক
এখনও ভিসা দেয়নি ভারত, ‌বিশ্বকাপে আসতে পারেননি পাকিস্তানের সমর্থক ও সাংবাদিকরা

বিশ্বকাপের মতো বড় আসরে খেলা থাকলে নিজেদের দেশকে সমর্থন জানাতে হাজির হন সমর্থকরা। শুধু তাই নয়, দলের সঙ্গে চলে যান সাংবাদিকরাও। এবছর বিশ্বকাপ শুরু হয়ে গেছে। মাঠেও নেমে পড়েছে পাকিস্তান। অথচ, দেখা নেই পাকিস্তান সমর্থক ও সাংবাদিকদের। ভারত সরকার ভিসা না দেওয়ায় এখনও পর্যন্ত বিশ্বকাপ ম্যাচ কভার করতে আসতে পারেননি পাকিস্তান সাংবাদিকরা।
পাকিস্তান দলকেই ভিসা সমস্যায় পড়তে হয়েছিল। নির্দিষ্ট সময়ে আবেদন করেও ভিসা পেতে অনেক দেরি হয়েছিল বাবর আজমদের। ফলে তাঁদের পরিকল্পনা বদলাতে হয়। ভারতে আসার দিনও পিছিয়ে যায়। ভারত সরকার পাকিস্তান ক্রিকেট দলকে ভিসা দিতে টালবাহনা করছিল। শেষ পর্যন্ত আইসিসি–র দ্বারস্থ হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। দীর্ঘ টালবাহনার পর অবশেষে ভিসা পান বাবর আজমরা। কিন্তু সে দেশের সমর্থক ও সাংবাদিকদের এখনও ভিসা দেয়নি ইসলামাদের ভারতীয় দূতাবাস।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইসিসি–র কাছে সমর্থক ও সাংবাদিকদের ভিসা না দেওয়ার বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। আইসিসি–র এক মুখপাত্র সংবাদসংস্থাকে জানিয়েছেন, ‘‌পাকিস্তান সমর্থক ও সাংবাদিকদের ভিসা জট কাটানোর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড চেষ্টা করছে। আয়োজক দেশের কিছু বাধ্যবাধকতা রয়েছে। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। আইসিসি–ও এই ব্যাপারে পদক্ষেপ নিয়েছে।’‌
হায়দরাবাদে পাকিস্তান–হল্যান্ড ম্যাচে একমাত্র বশির চাচা–কে গ্যালারিতে দেখা গিয়েছিল। তিনি অবশ্য প্রবাসী পাকিস্তানী। দীর্ঘদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। মার্কিন নাগরিক হওয়ায় তিনি আগেই ভিসা পেয়ে গেছেন। তাঁর অবশ্য এদেশে আসতে কোনও সমস্যা হয়নি। ২০১৭ সাল থেকে পাকিস্তানী নাগরিকদের ভারতের ভিসা সংক্রান্ত ওয়েবসাইটে ঢুকতে পারেন না। ফলে ভিসার জন্য আবেদন করতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছে পাকিস্তান সমর্থক ও সাংবাদিকদের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!