Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • সেপ্টেম্বর ১২, ২০২৩

“পাক অধিকৃত কাশ্মীর নিজে থেকেই ভারতের সাথে একত্রীভূত হবে”, দাবি করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ভি কে সিং

আরম্ভ ওয়েব ডেস্ক
“পাক অধিকৃত কাশ্মীর নিজে থেকেই ভারতের সাথে একত্রীভূত হবে”, দাবি করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ভি কে সিং

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ভি কে সিং দাবি করেছেন যে পাক-অধিকৃত কাশ্মীর বা পিওকে খুব শীঘ্রই “নিজে থেকে” ভারতের সাথে একীভূত হবে। তিনি বলেন,  “পিওকে ভারতের সাথে একীভূত হবে, কিছু সময় অপেক্ষা করুন।” ভারতের সাথে সীমান্ত পারাপার ব্যবস্থা খোলার জন্য পিওকেতে শিয়া মুসলমানদের দাবির বিষয়ে এখানে দৌসায় একটি সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এই মন্তব্য করেছেন।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপির একটি পরিবর্তন সংকল্প যাত্রা কর্মসূচির সময় রাজস্থানের দৌসায় একটি সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভারতের সভাপতিত্বে সদ্য শেষ হওয়া জি-২০ শীর্ষ সম্মেলনের সাফল্যের কথাও বলেছেন। তিনি বলেছিলেন যে শীর্ষ সম্মেলনের জাঁকজমক বিশ্ব মঞ্চে ভারতকে একটি অনন্য পরিচয় দিয়েছে এবং ভারত বিশ্বের কাছে তার দক্ষতা প্রমাণ করেছে।

ভি কে সিং বলেছেন, “জি-২০ বৈঠকটি নজিরবিহীন ছিল। ভারতে এই শীর্ষ সম্মেলন আগে কখনো হয়নি,  ভারত যে ভাবে এই সম্মেলন করেছে, ভারত ছাড়া অন্য কোনও দেশ এ ধরনের সম্মেলন আয়োজন করতে পারেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বে তার যোগ্যতা প্রমাণ করেছে। জি -২০ গোষ্ঠীতে বিশ্বের সমস্ত শক্তিশালী দেশ অন্তর্ভুক্ত রয়েছে।”

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজস্থান সরকারের উপর ক্ষোভ উগরে দিয়ে বলেন বর্তমান কংগ্রেস সরকারের অধীনে রাজ্যটি খারাপ আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে রয়েছে, যা উদ্বেগের।

তিনি বলেন, “এই কারণেই বিজেপিকে জনগণের মধ্যে গিয়ে তাদের কথা শোনার জন্য পরিবর্তন সংকল্প যাত্রার আয়োজন করতে হয়েছে। জনগণ পরিবর্তন চায় এবং তারা এই যাত্রায় আমাদের সাথে আসছে এবং পরিবর্তন আনার জন্য তাদের মনকে তৈরি করেছে। এই যাত্রা রাজ্যজুড়ে ব্যাপক জনসমর্থন পাচ্ছে।”

আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ সম্পর্কে প্রশ্নে, ভি কে সিং বলেছিলেন যে বিজেপি যেখানেই নির্বাচন হয় সেখানে মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করে না, তবে শুধুমাত্র প্রধানমন্ত্রীর ক্যারিশমায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। তিনি বলেন, “প্রত্যেকেরই ধরে নেওয়া উচিত যে দল এমন নেতাদের সুযোগ দেবে যারা ভালো, উপকারী এবং যাদের ওপর জনগণের আস্থা আছে।”


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage block publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!