Advertisement
  • এই মুহূর্তে
  • এপ্রিল ২৯, ২০২২

‘চোর’, ‘চোর’ কটূক্তি! প্রথম বিদেশ সফরে গিয়েই লজ্জায় পড়লেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী

‘চোর’, ‘চোর’ কটূক্তি! প্রথম বিদেশ সফরে গিয়েই লজ্জায় পড়লেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী

সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, তিন দিনের সফরে প্রতিনিধি দল নিয়ে সৌদি আরবে গিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ৷ সৌদি আরবে গিয়ে মদিনায় পা দিতেই ‘চোর’, ‘চোর’ ধ্বনি শুনতে হল পাক প্রধানমন্ত্রী এবং তাঁর সঙ্গীদের৷ এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে৷

এই ঘটনার পরেই অবশ্য ধর্মস্থানে পবিত্রতা নষ্টের অভিযোগে স্থানীয় পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করে৷ কিন্তু প্রথম বিদেশ সফরে গিয়েই এই ঘটনায় বেজায় অস্বস্তিতে পড়েছেন শেহবাজ শরিফ৷শেহবাজ শরিফের সঙ্গে থাকা পাকিস্তানের তথ্যমন্ত্রী মারিয়ুম ঔরঙ্গজেব অবশ্য এই ঘটনার জন্য সরাসরি ইমরান খানের দিকেই আঙুল তুলেছেন৷ দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে তিনি বলেন, ‘এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আমি ওই ব্যক্তির নাম নিতে চাই না কারণ আমি এখানে রাজনীতি করতে আসিনি৷ ‘

ইমরান খানকে ক্ষমতাচ্যুত করে গত ১১ এপ্রিল পাকিস্তানের ২৩ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শেহবাজ শরিফ৷


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!