শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, তিন দিনের সফরে প্রতিনিধি দল নিয়ে সৌদি আরবে গিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ৷ সৌদি আরবে গিয়ে মদিনায় পা দিতেই ‘চোর’, ‘চোর’ ধ্বনি শুনতে হল পাক প্রধানমন্ত্রী এবং তাঁর সঙ্গীদের৷ এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে৷
The Pakistani delegation surrounded by people yelling “chor chor” when they made their way to Masjid-e-Nabwi in Madina.
PM Shehbaz Sharif is in Saudi Arabia for a three day tour. #ShehbazSharif #SaudiArabia pic.twitter.com/aRuVmOwWrH
— The Current (@TheCurrentPK) April 28, 2022
এই ঘটনার পরেই অবশ্য ধর্মস্থানে পবিত্রতা নষ্টের অভিযোগে স্থানীয় পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করে৷ কিন্তু প্রথম বিদেশ সফরে গিয়েই এই ঘটনায় বেজায় অস্বস্তিতে পড়েছেন শেহবাজ শরিফ৷শেহবাজ শরিফের সঙ্গে থাকা পাকিস্তানের তথ্যমন্ত্রী মারিয়ুম ঔরঙ্গজেব অবশ্য এই ঘটনার জন্য সরাসরি ইমরান খানের দিকেই আঙুল তুলেছেন৷ দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে তিনি বলেন, ‘এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আমি ওই ব্যক্তির নাম নিতে চাই না কারণ আমি এখানে রাজনীতি করতে আসিনি৷ ‘
ইমরান খানকে ক্ষমতাচ্যুত করে গত ১১ এপ্রিল পাকিস্তানের ২৩ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শেহবাজ শরিফ৷
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34