- এই মুহূর্তে
- এপ্রিল ২৯, ২০২২
‘চোর’, ‘চোর’ কটূক্তি! প্রথম বিদেশ সফরে গিয়েই লজ্জায় পড়লেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী

সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, তিন দিনের সফরে প্রতিনিধি দল নিয়ে সৌদি আরবে গিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ৷ সৌদি আরবে গিয়ে মদিনায় পা দিতেই ‘চোর’, ‘চোর’ ধ্বনি শুনতে হল পাক প্রধানমন্ত্রী এবং তাঁর সঙ্গীদের৷ এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে৷
The Pakistani delegation surrounded by people yelling “chor chor” when they made their way to Masjid-e-Nabwi in Madina.
PM Shehbaz Sharif is in Saudi Arabia for a three day tour. #ShehbazSharif #SaudiArabia pic.twitter.com/aRuVmOwWrH
— The Current (@TheCurrentPK) April 28, 2022
এই ঘটনার পরেই অবশ্য ধর্মস্থানে পবিত্রতা নষ্টের অভিযোগে স্থানীয় পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করে৷ কিন্তু প্রথম বিদেশ সফরে গিয়েই এই ঘটনায় বেজায় অস্বস্তিতে পড়েছেন শেহবাজ শরিফ৷শেহবাজ শরিফের সঙ্গে থাকা পাকিস্তানের তথ্যমন্ত্রী মারিয়ুম ঔরঙ্গজেব অবশ্য এই ঘটনার জন্য সরাসরি ইমরান খানের দিকেই আঙুল তুলেছেন৷ দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে তিনি বলেন, ‘এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আমি ওই ব্যক্তির নাম নিতে চাই না কারণ আমি এখানে রাজনীতি করতে আসিনি৷ ‘
ইমরান খানকে ক্ষমতাচ্যুত করে গত ১১ এপ্রিল পাকিস্তানের ২৩ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শেহবাজ শরিফ৷
❤ Support Us