- দে । শ
- নভেম্বর ৪, ২০২৩
পাকিস্তানের বিমান বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৯ জঙ্গি
পাকিস্তানের বিমান বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা। এই হামলায় বায়ুসেনার তিনটি বিমান ও একটা জ্বালানি ট্যাঙ্ক ক্ষতিগ্রস্থ হলেও ৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে। তাদের গুলি করে হত্যা করা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে প্রথমে জানানো হয়েছিল, ৩ জন জঙ্গিকে গুলি করে হত্যা করা হয়েছে। পরে মৃতের সংখ্যা আরও বাড়ে।
শনিবার ভোরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিমানবাহিনীর মিয়ানওয়ালি প্রশিক্ষণকেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর এক সরকারী বিবৃতিতে জানিয়েছে, ‘বিমানবাহিনীর মিয়ানওয়ালি প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালানোর চেষ্টা করে জঙ্গিরা। কিন্তু হামলা চালাতে ব্যর্থ হয়েছে। বিমানঘাঁটিতে ঢোকার সময় তিনজন জঙ্গীকে হত্যা করা হয়। ৩ জন জঙ্গীকে আটক করা হয়েছে। সেনারা দ্রুত পদক্ষেপ নেওয়ায় প্রশিক্ষণ কেন্দ্রে নিরাপত্তা সুনিশ্চিত হয়েছে।’
এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে, সেই আশঙ্কায় হামলার পরপরই চিরুনি তল্লাশি শুরু করে সেনাবাহিনী। অভিযান শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে জানান হতারা জানান হয়, হামলাকারী ৯ জন সন্ত্রাসবাদীকেই হত্যা করা হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনী আরও জানিয়েছে, সেনারা দ্রুত প্রতিরোধ করায়, বড় রকমের নাশকতা ঘটাতে পারেনি জঙ্গিরা। তবে জঙ্গি হামলায় সেনাবাহিনীর কেউ হতাহত হয়েছে কিনা, তা উল্লেখ করা হয়নি।
এদিকে, বিমানঘাঁটিতে হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন তেহরিক–ই–জিহাদ পাকিস্তান। সংবাদমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছেন সংগঠনের মুখপাত্র। এই জঙ্গি সংগঠনের সঙ্গে নিষিদ্ধ জঙ্গি সংগঠন পাকিস্তানি তালিবানের যোগাযোগ রয়েছে। সম্প্রতি পাকিস্তানে বেশ কয়েকটা জঙ্গি হামলার সঙ্গে যুক্ত পাকিস্তানি তালিবান।
এর আগে শুক্রবার পাকিস্তানের উত্তর–পশ্চিমাঞ্চলের দেরা ইসমাইল খান শহরে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়েছিল। এই হামলায় ৫ জন নিহত ও ২১ জন আহত হয়। নিহতদের মধ্যে পুলিশ ছাড়াও সাধারণ নাগরিক ছিলেন। একই দিনে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় সিরিজ জঙ্গি হামলায় অন্তত ১৭ পাকিস্তানি সেনা নিহত হয়েছিল।
❤ Support Us