- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ৭, ২০২২
পাক সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ, ইমরানের ওপর হামলাবাজির অবিলম্বে তদন্ত করতে হবে পুলিশকে

প্রাক্তন প্রধানমন্ত্রী, ক্রিকেট বিশ্বের অন্যতম কিংবদন্তী ইমরান খানের মিছিলে গুলি চালনার ঘটনা নিয়ে পাকিস্তানি পুলিশকে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে পাক সুপ্রিম কোর্ট। পাঞ্জাবের ওয়াজিরিস্তানে শাহবাজ সরকারের অবিলম্বে পদত্যাগ আর নির্বাচনের দাবিতে, মহামিছিলের শুরুতেই ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্ত।পুলিশ তাঁকে গ্রেফতার করে। গ্রেফতারের সঙ্গে সঙ্গে আততায়ী বলছে, লোকটিকে খুন করতে চাই। সে আমাদের বিভ্রান্ত করেছে। এই অঘটন গত বৃহস্পতিবারের। গুলিতে ১জনের মৃত্যু হয়। আহত হন ১০ জন। ইমারন খানের পাে গুলি লাগে। হাসপাতালে ভর্তি হতে হ। হাসপাতাস থেকে ফিরেই তিনি বলেছেন, তাঁকে হত্যার ষড়ন্ত্র করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী। এটা এক বড়ো ধরনের চক্রান্ত। আইএসআইকে অভিযোগ থেকে রেহাই দেননি ইমরান। ইমরানের অভিযোগ সত্য না অসত্য তা বিচারাধীন। কিন্তু হত্যার রাজনীতি পাকিস্তানে বিরল নয়। গোটা উপমহাদেশ জুড়েই কথাটি একইরকম ভাবে সত্য।
ভারত স্বাধীন হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই আততায়ীর গুলিতে খুন হয়েছিলেন মহাত্মা গান্ধী। পাকিস্তানে, পরপর হত্যা করা হয় কয়েকজন ক্ষমতাবানকে। ১৯৭৫ সালে পরিবারের বহু সদস্যসহ বাসভবনে খুন হন বাঙালির শ্রেষ্ঠ রাজনীতিক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। ইতিহাসের অন্যতম নৃশংসতম ঘটনা। কয়েকবছর পরেই নিজের রক্ষীদের গুলিতে প্রাণ হারালেন লৌহমনবী ইন্দিরাগান্ধী। পরের আরেক ঘটনায়, তামিলনাড়ুর আত্মঘাতী জঙ্গিদের বিস্ফোরণে উড়ে গেলেন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। ভোটপ্রচারে বেরিয়ে, বর্বোরচিত হামলায় খুন হন দুঃসাহসী প্রাচ্যকন্যা বেনজির ভুট্টো। তার মানে কি এই, প্রতিদ্বন্দ্বিতামূলক কিংবা বদলার রাজনীতি দক্ষ, জনপ্রিয় রাজনীতিকদের ছাড় দেয় না। যড়যন্ত্রের অস্ত্রে শান দিয়ে ঘাপটি মেরে বসে থাকে আততায়ীরা। ইমরানের মহামিছিলের হামলা অবশ্যই তাঁকে নির্মূল করে দেওয়ার চক্রান্ত। জনপ্রিয় প্রবাদপ্রতীম খেলোয়াড়। জনকল্যানে যার হৃদয়ের সায় প্রশ্নাতীত। প্রশাসক কিংবা রাজনীতিক হিসেবে তাঁর ভূমিকা উজ্জ্বল নয়। দুর্বলতা আর সীমাবদ্ধতায় আকীর্ণ। তাই বলে ব্যক্তিস্বার্থে, দলীয় স্বার্থে তাঁকে নিঃশেষ করে দিতে হবে? এটা ভীরুতা, কাপুরুষতার লক্ষণ। পাকিস্তান চুড়ান্ত ক্ষুদ্রস্বার্থের দৃষ্টান্ত স্থাপন করল। বুঝিয়ে দিল প্রকারান্তরে যে, পাঠান ইমরান খানের বুকের পাটার ভয়ে দুর্বূত্তরা নিদ্রহীন। সঙ্গত কারণেই পাক সুপ্রিম কোর্ট ইমরান হত্যার ষড়যন্ত্র নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে।
❤ Support Us