- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ২৬, ২০২৩
কাটল ভিসা জট, বিশ্বকাপ খেলতে বুধবার ভারতে আসছে পাকিস্তান

অবশেষে ভিসা সমস্যা কাটিয়ে বিশ্বকাপ খেলতে ভারতে আসছে পাকিস্তান। বুধবারই এদেশে পা দেওয়ার কথা। সকালে লাহোর থেকে দুবাই যাবেন বাবর আজমরা। সেখান থেকে হায়দরাবাদ। ২৯ সেপ্টেম্বর হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে পাকিস্তান।
বেশ কিছুদিন ধরেই পাকিস্তান দলের ভিসা নিয়ে টালবাহনা চলছিল। আগস্টের শেষদিকে আইসিসি চিঠি পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। তারপর থেকে ভিসার প্রক্রিয়া শুরু করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই সময় পাকিস্তান দল এশিয়া কাপ খেলতে ব্যস্ত ছিল। তাই ক্রিকেটারদের পাসপোর্ট জমা না দিয়ে ভিসার আবেদন করা হয়। এরপর ১৯ সেপ্টেম্বর পাসপোর্ট জমা দিয়ে ভিসার আবেদন করা হয়। তা সত্ত্বেও ইসলামাবাদের ভারতীয় দূতাবাস ভিসা দিতে টালবাহনা করে।
সময়মতো ভিসা না পাওয়ায় সোমবার সকালেই আইসিসি–র কাছে অভিযোগ জানায় পাকিস্তান। দাবি করে, এর ফলে বিশ্বকাপ প্রস্তুতিতে ব্যাঘাত ঘটছে। দ্রুত ভিসা সমস্যা মেটানোর জন্য আইসিসি–কে অনুরোধ জানায়। আইসিসি–র সিইও জিওফ অ্যালারডাইসকে লেখা চিঠিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড দাবি করে, ক্রিকেটার, কর্তা, সমর্থক ও সাংবাদিকদের ভিসা দেওয়া নিয়ে তিন বছরেরও বেশি সময় ধরে সমস্যা তৈরি করছে ভারত। পাকিস্তানের সঙ্গে এই ধরনের বৈষম্যমূলক আচরণ গ্রহণযোগ্য নয়।
সময়মতো ভিসা না পাওয়ায় পরিকল্পনা বদলাতে হয়েছে পাকিস্তানকে। বিশ্বকাপ খেলতে ২৭ সেপ্টেম্বর ভারতে আসার কথা ছিল পাকিস্তানের। তার আগে দুবাইতে দুদিনের প্রস্তুতি শিবির হওয়ার কথা ছিল। কিন্তু ভারতে আসার ভিসা না পাওয়ায় সেই প্রস্তুতি শিবির বাতিল করা হয়েছে। আবার নতুন করে ফ্লাইটের টিকিট কেটে ভারতে আসতে হচ্ছে।
❤ Support Us