- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ১৪, ২০২৩
মিকি আর্থারসহ সব বিদেশি কোচকে ছাঁটাই করতে চলেছে পাক ক্রিকেট বোর্ড
বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতা নিয়ে কাটাছেঁড়া চলছে। অনেকেই ব্যর্থতার দায়ভার চাপাচ্ছেন অধিনায়ক বাবর আজমের ওপর। কেই কেই আবার দায়ী করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। অনেকের মতে আবার ব্যর্থতার জন্য দায়ী কোচিং স্টাফরা। এর মধ্যেই পদত্যাগ করেছেন বোলিং কোচ মরনি মরকেল। এবার কোচিং দলের বাকি সদস্যদের ছাঁটাই করার কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে ৬ মসের চুক্তি ছিল বোলিং কোচ মরনি মরকেলের। চলতি বছরের শেষ পর্যন্ত তাঁর দায়িত্ব পালন করার কথা। কিন্তু বিশ্বকাপে ব্যর্থতার পর তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন। আসলে বোলারদের খারাপ পারফরমেন্সের জন্য তাঁকেই দায়ী করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। শুধু মরনি মরকেল নয়, গোটা কোচিং দলকেই দায়ী করেছেন অনেকেই। এই অবস্থায় মিকি আর্থারদের ওপর আর ভরসা করতে চাইছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড।
এশিয়া কাপের আগে মিকি আর্থারকে টিম ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। হেড কোচ ছিলেন নিউজিল্যান্ডের গ্র্যান্ট ব্র্যাডবার্ন। ব্যাটিং কোচের দায়িত্ব সামলাচ্ছিলেন দক্ষিণ আফ্রিকার অ্যান্ড্রু প্যাটিক। আর বোলিং কোচ ছিলেন মরনি মরকেল। ইতিমধ্যেই মরনি মরকেল পদত্যাগ করেছেন। বাকি তিন বিদেশি কোচকেও সরিয়ে দেওয়ার পথে পাকিস্তান ক্রিকেট বোর্ড। হেড কোচ হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, তা এখনও নিশ্চিত নয়। তবে বোলিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে দেশের প্রাক্তন জোরে বোলার উমর গুলকে। এর আগেও তিনি পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব সামলেছেন।
ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। তার আগেই নতুন কোচ নিয়োগ করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই বোর্ডের শীর্ষ কর্তারা নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছেন। ইউনিস খান, মিসবা–উল–হক, শাহিদ আফ্রিদি, শোয়েব আখতার, ওয়াকার ইউনিসের মতো প্রাক্তন ক্রিকেটাররা পাক বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে। তাঁরা কোচ নিয়োগের ব্যাপারে বোর্ড চেয়ারম্যানকে পরামর্শ দেবেন।
❤ Support Us