- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ৫, ২০২৪
বল হাতেও ভয়ঙ্কর আমের জামাল, দ্বিতীয় ইনিংসেও বিপর্যয় পাকিস্তানের
ব্যাট হাতে অসাধারণ ইনিংস। বিপর্যয় কাটিয়ে পাকিস্তানকে ৩১৩ রানে পৌঁছে দিয়েছিলেন আমের জামাল। বল হাতেই নিজেকে দারুণভাবে মেলে ধরেছিলেন। অস্ট্রেলিয়ার ইনিংসে ভাঙন ধরিয়ে তুলে নিয়েছিলেন ৬ উইকেট। আমের জামালের দুরন্ত বোলিংয়েই প্রথম ইনিংসে এগিয়ে যায় পাকিস্তান। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের ব্যর্থতায় সেই সুবিধা ধরে রাখতে পারল না। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানেক সংগ্রহ ৭ উইকেটে ৬৮। সিডনি টেস্টেও চালকের আসনে অস্ট্রেলিয়া।
পাকিস্তানের প্রথম ইনিংসে ৩১৩ রানের জবাবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ২৯৯ রানে। আগের দিনের ২ উইকেটে ১১৬ রান হাতে নিয়ে খেলতে নামে অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথ নিজেদের জুটিতে ওছএ ৭৯ রান। ৩৮ রান করে মীর হামজার বলে আউট হন স্টিভ স্মিথ। পরের ওভারেই লাবুশেনকে (৬০) তুলে নেন আগা সলমান। এরপর রুখে দাঁড়ান মিচেল মার্শ ও অ্যালেক্স ক্যারি জুটি।
ষষ্ঠ উইকেটে মার্শ ও ক্যারির জুটিতে ওঠে ৮৪ রান। মিচেল মার্শকে তুলে নিয়ে জুটি ভাঙেন আমার জামাল। ৫৪ রান করে আউট হন মার্শ। পরের ওভারে অ্যালেক্স ক্যারিকে (৩৮) ফেরান আমের জামাল। বাকি ব্যাটাররা রান পাননি। দুরন্ত বোলিং করে ৬৯ রানে ৬ উইকেট তুলে নেন আমের জামাল। অভিষেক সিরিজে এই নিয়ে দ্বিতীয়বার ৫ উইকেট নিলেন আমের জামাল। আগা সলমান নেন ২ উইকেট।
১৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় পাকিস্তান। মিচেল স্টার্কের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হন আবদুল্লা শফিক (০)। পরের ওভারে জশ হ্যাজেলউডের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন অধিনায়ক শান মাসুদ (০)। ১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। এরপর বাবর আজম ও সাইম আয়ুব দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন।
নাথান লায়নের বলে সাইম আয়ুব (৩৩) এলবিডব্লু হতেই বিপর্যয় নেমে আসে পাকিস্তান ইনিংসে। বাবর আজমকে (২৩) তুলে নেন ট্রাভিস হেড। এরপর এক ওভারে সৌদ শাকিল (২), সাজিদ খান (০) ও আগা সলমানের (০) উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে বিপর্যয়ের মুখে ঠেলে দেন হ্যাজেলউড। ৭ উইকেটে ৬৮ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করে পাকিস্তান। দুই ইনিংস মিলিয়ে এগিয়ে রয়েছে ৮২ রানে। ৯ রানে ৪ উইকেট নিয়েছেন হ্যাজেলউড।
পাকিস্তানের প্রথম ইনিংসে ৩১৩ রানের জবাবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ২৯৯ রানে। আগের দিনের ২ উইকেটে ১১৬ রান হাতে নিয়ে খেলতে নামে অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথ নিজেদের জুটিতে ওছএ ৭৯ রান। ৩৮ রান করে মীর হামজার বলে আউট হন স্টিভ স্মিথ। পরের ওভারেই লাবুশেনকে (৬০) তুলে নেন আগা সলমান। এরপর রুখে দাঁড়ান মিচেল মার্শ ও অ্যালেক্স ক্যারি জুটি।
ষষ্ঠ উইকেটে মার্শ ও ক্যারির জুটিতে ওঠে ৮৪ রান। মিচেল মার্শকে তুলে নিয়ে জুটি ভাঙেন আমার জামাল। ৫৪ রান করে আউট হন মার্শ। পরের ওভারে অ্যালেক্স ক্যারিকে (৩৮) ফেরান আমের জামাল। বাকি ব্যাটাররা রান পাননি। দুরন্ত বোলিং করে ৬৯ রানে ৬ উইকেট তুলে নেন আমের জামাল। অভিষেক সিরিজে এই নিয়ে দ্বিতীয়বার ৫ উইকেট নিলেন আমের জামাল। আগা সলমান নেন ২ উইকেট।
১৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় পাকিস্তান। মিচেল স্টার্কের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হন আবদুল্লা শফিক (০)। পরের ওভারে জশ হ্যাজেলউডের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন অধিনায়ক শান মাসুদ (০)। ১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। এরপর বাবর আজম ও সাইম আয়ুব দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন।
নাথান লায়নের বলে সাইম আয়ুব (৩৩) এলবিডব্লু হতেই বিপর্যয় নেমে আসে পাকিস্তান ইনিংসে। বাবর আজমকে (২৩) তুলে নেন ট্রাভিস হেড। এরপর এক ওভারে সৌদ শাকিল (২), সাজিদ খান (০) ও আগা সলমানের (০) উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে বিপর্যয়ের মুখে ঠেলে দেন হ্যাজেলউড। ৭ উইকেটে ৬৮ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করে পাকিস্তান। দুই ইনিংস মিলিয়ে এগিয়ে রয়েছে ৮২ রানে। ৯ রানে ৪ উইকেট নিয়েছেন হ্যাজেলউড।
❤ Support Us