Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • আগস্ট ২৪, ২০২৪

৪ হাফ সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে যোগ্য জবাব দিচ্ছে বাংলাদেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
৪ হাফ সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে যোগ্য জবাব দিচ্ছে বাংলাদেশ

রাওয়ালপিন্ডিতে ঘাসের উইকেট বানিয়ে বাংলাদেশকে বেকায়দায় ফেলার পরিকল্পনা করেছিল পাকিস্তান। কিন্তু তাদের সেই পরিকল্পনা কার্যকর হল না। ব্যর্থতা প্রকট হয়ে উঠল শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহদের। পাকিস্তানের বড় রানের যোগ্য জবাব দিচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের ৪৪৮/‌৬ রানের জবাবে তৃতীয় দিনের শেষে বাংলাদেশ তুলেছে ৩১৬/‌৫।
প্রথম দিনের ঘাস উধাও। উইকেট ক্রমশ ব্যাটারদের সহায়ক হয়ে উঠেছে। সেই সুযোগটাই দারুণভাবে কাজে লাগালেন বাংলাদেশ ব্যাটাররা। কোনও উইকেট না হারিয়ে ২৭ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। সাদমান ইসলাম, মোমিনুল হক, মুশফিকুর রহিম ও লিটন দাসদের হাফ সেঞ্চুরির সৌজন্যে বাংলাদেশও কিন্তু ভদ্রস্থ জায়গায়। পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে ১৩২ রান পিছিয়ে।
দিনের শুরুতে জাকির হাসান (‌১২)‌ নাসিম শাহর বলে ফিরে গেলেও অন্যপ্রান্তে দারুণ প্রতিরোধ গড়ে তোলেন সাদমান ইসলাম। অধিনায়ক নাজমুল হাসানও (‌১৬)‌ বড় রান পাননি। মোমিনুল হকের সঙ্গে ৯৪ রানের জুটি গড়ে তোলেন সাদমান। ৫০ রান করে আউট হন মোমিনুল। সাদমান সেঞ্চুরির খুব কাছে গিয়ে আউট হন। ১৮৩ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে ৯৩ রান করেন সাদমান। সাকিব আল হাসান ১৬ রান করে আউট হন।
দিনের শেষে মুশফিকুর রহমান ৫৮ বলে ৫২, লিটন দাসও ৫৮ বলে ৫২ রান করে অপরাজিত রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১৫ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন মুশফিকুর। পাকিস্তানের হয়ে খুররম শাহজাদ ৪৭ রানে ২টি উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন নাসিম শাহ, মহম্মদ আলি ও সাইম আয়ুব।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!