- এই মুহূর্তে বি। দে । শ
- সেপ্টেম্বর ১২, ২০২৪
জাতিসংঘের সাধারণ পরিষদে ঐতিহাসিক উপস্থিতি প্যালেস্তাইনের

মঙ্গলবার, জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের সভায় প্যালেস্তাইনকে অংশগ্রহণ করার অধিকার দেওয়া হয়। জাতি সংঘ জানায়, এটি একটি ব্যতিক্রমী ঘটনা। যদিও সাধারণ পরিষদের পূর্ণ সদস্যের মর্যাদা এখনো পায়নি প্যালেস্তাইন।
মে মাসে প্যালেস্তাইনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার জন্য নিরাপত্তা পরিষদকে আহবান জানিয়ে একটি প্রস্তাব পাস হয় জাতিসংঘের সাধারণ পরিষদে। এর ফলে সাধারণ পরিষদ জাতিসংঘের ভেতরে প্যালেস্তাইনের অধিকারসীমা আরো বাড়ানো হয় এবং সদস্য হিসেবে তাদের অন্তর্ভুক্তির দাবিকে আরো জোরালো করা হয়। প্যালেস্তাইন ২০১২ সাল থেকেই জাতিসংঘের অ-সদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে মর্যাদা পাচ্ছে। কিন্তু তারা পূর্ণ সদস্যের সুযোগ সুবিধা পায় না।
সম্প্রতি তাদের পূর্ণ সদস্য হওয়ার এক দফা চেষ্টায় ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সাধারণ পরিষদে বেশ বড় ব্যবধানেই ভোটের মাধ্যমে প্যালেস্তাইনকে নতুন “অধিকার ও সুবিধা” দিয়েছে জাতিসংঘ এবং একই সঙ্গে জাতিসংঘের ১৯৪তম সদস্য হিসেবে প্যালেস্তাইনের অন্তর্ভুক্তির দাবিকে পুনরায় বিবেচনা করতে বলা হয়েছে।
আরব ও প্যালেস্তাইনের আনীত এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ভারতসহ ১৪২ টি দেশের আর বিপক্ষে ভোট দিয়েছে ৯টি রাষ্ট্র। যাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়াও আছে আর্জেন্টিনা, হাঙ্গেরি, মাইক্রোনেশিয়া, পালাউ, পাপুয়া নিউ গিনি ও চেক প্রজাতন্ত্র। এছাড়া ২৫ টি রাষ্ট্র ভোট প্রদানে বিরত থাকে। চিনের প্রতিনিধি এই প্রসঙ্গে বলেন, তাঁরা যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে খুবই হতাশ।
জাতিসংঘের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন প্যালেস্তাইন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। “ প্যালেস্তাইন জাতিসংঘের পূর্ণ সদস্য পদ পাওয়ার চেষ্টা চালিয়ে যাবে,” এক বিবৃতিতে বলেন তিনি।
ইজরায়েল গতকাল এই সিদ্ধান্তকে সরাসরি জাতিসংঘের পক্ষপাতদুষ্টতা ও ভুল সিদ্ধান্ত বলে জানায়। যদিও ইজিপ্টের প্রতিনিধি এই ঘটনা কেবল জাতি সংঘের পদ্ধতিগত দিক নয়, এক ঐতিহাসিক ঘটনা বলে অভিহিত করে।
এই দিন, জাতিসংঘের সাধারণ সম্পাদক জানান জাতিসংঘ সর্বদা গোটা পৃথিবীর সমস্ত সাধারণ সমস্যা মেটাতে ও মানবিক অধিকার রক্ষার্থে বদ্ধপরিকর।
❤ Support Us