Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ৪, ২০২৩

মায়ের শরীর খারাপ তাই শেষ মুহূর্তে প্রচারে “না” সায়নীর। বুধবার ইডির হাজিরায় যাবেন তো যুব তৃণমূল সভানেত্রী?

আরম্ভ ওয়েব ডেস্ক
মায়ের শরীর খারাপ তাই  শেষ মুহূর্তে প্রচারে “না” সায়নীর। বুধবার ইডির হাজিরায় যাবেন তো যুব তৃণমূল সভানেত্রী?

আগামীকাল ইডির তলবে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দিতে যাবেন তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ। তবে তার আগের দিন আজ মঙ্গলবার পূর্ব বর্ধমানের কাটোয়া ১ ব্লকে প্রচারে সায়নী ঘোষকে পাঠাচ্ছিল তৃণমূল। তবে শেষ মুহূর্তে সায়নী ঘোষ দলকে জানিয়ে দেন,তাঁর মায়ের শরীর খারাপ। তাই তিনি মঙ্গলবার দলের পঞ্চায়েত নির্বাচনের প্রচারে থাকতে পারবেন না।
বিজেপি যখন সায়নী ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে প্রচার চালাচ্ছে, তখন সায়নী ঘোষকে প্রচারে নামিয়ে তৃণমূল বিজেপিকে পাল্টা জবাব দিতে চাইছিল, তবে তা শেষ পর্যন্ত হল না। এখন প্রশ্ন বুধবার ইডির ডাকে সিজিও কমপ্লেক্সে হাজিরায় সায়নী ঘোষ যাবেন তো? নাকি তিনি মায়ের অসুস্থতার কারন দেখিয়ে হাজিরায় বিরত থাকবেন!

গত মঙ্গলবার এই বর্ধমানে প্রচারের সময় সায়নী ঘোষকে ইডি নোটিস দেয়। তারপর ৪৮ ঘণ্টা কোনও খোঁজ ছিল না সায়নী ঘোষের। শেষে শুক্রবার সকাল ১১টা ২২ মিনিটে সায়নী ঘোষ হাজির হল ইডির সিজিও কমপ্লেক্স দফতরে। তার পর থেকে টানা ছ’দিন প্রচারে ছিলেন না সায়নী ঘোষ। শেষে ছ’দিন পর আবার পঞ্চায়েত নির্বাচনের প্রচারে মঙ্গলবার, ৪ জুলাই সায়নী ঘোষকে প্রচারের ময়দানে তৃণমূল নামাতে উদ্যোগ নিয়েছিল। কিন্তু মায়ের শরীর খারাপ বলে তিনি প্রচারে গেলেন না।

এদিকে গত শুক্রবারের পর আগামীকাল বুধবার ফের সায়নী ঘোষকে জেরার জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তবে ইডির জেরার তার ঠিক আগের দিন সায়নীকে তৃণমূলের হয়ে পঞ্চায়েত ভোটের প্রচারে অংশ নিতে বলেও পেল না দল, কারণ সায়নী দলকে জানিয়েছ, তাঁর মায়ের শরীর খারাপ।

এর আগে গত শুক্রবার ইডির জেরার পরদিন শনিবার তৃণমূলের পঞ্চায়েত নির্বাচনের প্রচারকদের তালিকায় সায়নী ঘোষের নাম না থাকায় তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলোছিলেন, “আমি অবশ্যই প্রচারে যাব। আমি যুব তৃণমূলের সভানেত্রী, আমি প্রচারে যাব না? তবে শিডিউলটা সাজিয়ে নিচ্ছি।” সেই মতো আজ মঙ্গলবার সায়নী ঘোষকে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ১ নম্বর ব্লকের করাজগ্রাম গ্রাম পঞ্চায়েত ও সিংহী গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারের জন্য রাখা হয়। তবে শেষ মুহূর্তে সায়নী ঘোষ দলকে জানিয়ে দেন তিনি মঙ্গলবারের প্রচারে যেতে পারবেন না, তাঁর মায়ের অসুস্থতার জন্য।

পঞ্চায়েত নির্বাচনের প্রচার শেষ হচ্ছে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায়। বুধবার ইডির দফতরে গেলে সায়নী ঘোষ প্রচারে অংশ নিতে পারবেন না। তাই মঙ্গলবারই তাঁকে দল প্রচারে রেখেছিল। এখন দেখা যাক বুধবার ইডির হাজিরার পর বৃহস্পতিবারও সায়নী প্রচারে যেতে পারেন কি না!


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!