- এই মুহূর্তে দে । শ
- জুন ১৭, ২০২৩
রাজভবনে সুকান্ত -আনন্দ বৈঠক। তৃণমূল ও দুর্বৃত্তদের আঁতাত সম্পর্কে জানেন রাজ্যপাল, মন্তব্য ক্ষুব্ধ বিজেপি রাজ্য সভাপতির

পঞ্চায়েত ভোটে মনোনয়ন ঘিরে অশান্তির পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করছে বিরোধীরা। শনিবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে রাজভবনে দেখা করে বেরিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেন, ‘‘রাজ্যপাল নিজেই দুর্বৃত্তদের সঙ্গে তৃণমূল নেতৃত্বের যোগাযোগ পেয়েছেন।’’ তবে রাজ্যপাল এই প্রসঙ্গে নিজে কোনও মন্তব্য করেননি, বিবৃতি দেননি।
শনিবার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার রাজভবনে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে এসেছিলেন। রাজ্যপাল-রাজ্য বিজেপি সভাপতির বৈঠক দীর্ঘ সময় ধরে চলে। সুকান্ত মজুমদারের বক্তব্য, তিনি রাজ্যপালের কাছে পঞ্চায়েত ভোটে শাসক দল তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে বলে রাজ্যপালের কাছে জানান। এমনকি, বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের খুন করা হয়েছে বলেও সুকান্ত অভিযোগ করেন রাজ্যপালের কাছে। পাশাপাশি, সুকান্ত রাজ্যপালকে বলেন যে, বলপূর্বক বিরোধীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি বহু পঞ্চায়েতের মনোনয়ন কেন্দ্রে। এমনকি, বিরোধী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও তিনি সি ভি আনন্দ বোসের কাছে অভিযোগ করেন। বৈঠক শেষে রাজভবনের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সুকান্ত। রাজ্য বিজেপির সভাপতি জানান, রাজ্যপালও এ ব্যাপারে বিরোধীদের সঙ্গে অনেকাংশে ‘সহমত’ ব্যক্ত করেছেন।
সুকান্ত মজুমদার রাজ্যপালের সঙ্গে বৈঠক শেষে দাবি করেন, ‘‘পঞ্চায়েত ভোটে যে সন্ত্রাস চলছে, তা নিয়ে আমি রাজ্যপালকে জানিয়েছি। তিনি নিজেও পঞ্চায়েত ভোট পর্বে দুর্বৃত্তদের ব্যবহার করার প্রমাণ পেয়েছেন। সেই দুর্বৃত্তদের সঙ্গে তৃণমূল নেতাদের যে যোগাযোগ রয়েছে, তার প্রমাণও তিনি পেয়েছেন।’’ সুকান্ত আরও বলেন, ‘রাজ্যপাল নিজেই সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে তিনি স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলেছেন। স্থানীয় বাসিন্দারাই তাঁকে তৃণমূল নেতৃত্বের সঙ্গে দুর্বৃত্তদের সরাসরি যোগাযোগের কথা বলেছেন।’’
❤ Support Us