Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২৬, ২০২৩

বিধানসভা ভোটের আগাম প্রতিশ্রুতি। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারে মাসে ২০০০ টাকা। ঘোষণা সুকান্তর

আরম্ভ ওয়েব ডেস্ক
বিধানসভা ভোটের আগাম প্রতিশ্রুতি।  রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারে মাসে ২০০০ টাকা। ঘোষণা সুকান্তর

মমতা বন্দ্যোপাধ্যায়ের “লক্ষ্মীর ভান্ডার” দেশের সব রাজনৈতিক দলের কাছে এখন ভোট জয়ের টোটকা। কর্ণাটকে আমরা দেখলাম বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের মাসে ২০০০ টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করে বিজেপিকে কংগ্রেস পরাজিত করেছে। অন্ধ্র প্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচরে এসে প্রিয়াঙ্কা গান্ধি ভদড়া বলেছেন, বিধানসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেস ক্ষমতায় এলে মহিলাদের ২০০০ টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে।

এবার বাংলায় বিজেপি ক্ষমতায় এলেও ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পে পাঁচশো টাকা নয়, রাজ্যের রোজগারহীন মহিলাদের হাতে নগদ দু’হাজার টাকা তুলে দেওয়া হবে বলে ঘোষণা করল বিজেপি। বাংলায় বিধানসভা নির্বাচনের এখনও অনেকটাই দেরি আছে। তবে কালক্ষেপ না করে সুকান্ত মজুমদার পঞ্চায়েত ভোটের মুখেই এই প্রতিশ্রুতি দিয়ে ফেললেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।সুকান্ত মজুমদারের দাবি, ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প ২০২১-এর বিজেপির ইস্তাহারেও ছিল। কিন্তু তাঁর দল এই বিষয়টি মানুষের কাছে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছিল তখন। তবে কি তৃণমূল বিজেপির “লক্ষ্মীর ভান্ডার” হাইজ্যাক করে ২০২১-এর নিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করে বাজিমাত করেছে?

এদিকে সুকান্ত মজুমদারের এই মন্তব্যের পাল্টা দিয়েছে তৃণমূল। তৃণমূলের বক্তব্য, বিজেপি তো প্রথম থেকে এখনও পর্যন্ত “লক্ষ্মীর ভন্ডার” প্রকল্পের বিরোধিতা করে এসেছে। বিজেপি বলে ৫০০ টাকা ‘ভিক্ষা’ দিয়ে মহিলাদের ভোট কিনেছে তৃণমূল। তা হলে এখন এ সব বলছে কেন?

সম্প্রতি পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে দুর্গাপুরে একটি দলীয় কর্মসূচিতে যান সুকান্ত মজুমদার বলেন, ‘‘আজকে যারা তৃণমূলের পতাকা লাগিয়ে রেখেছে। কী আর পাচ্ছে তাঁরা? কী পাচ্ছিস রে ভাই? তৃণমূল তো লক্ষ্মীর ভান্ডারে মাত্র ৫০০ টাকা দিচ্ছে। ৫০০ টাকায় সংসার চলে? বিজেপি ক্ষমতায় এলে ২ হাজার টাকা করে প্রতি মাসে দেবে। আমি এই মঞ্চ থেকে কথা দিয়ে গেলাম।’’

এখানেই শেষ নয়, এর পর বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘‘লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আমাদের ইস্তাহারে ছিল। দুর্ভাগ্যবশত আমরা তা মানুষের কাছে পৌঁছে দিতে পারিনি। এই সুযোগটাকেই কাজে লাগিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫০০ টাকা করে ভিক্ষা দেওয়া হচ্ছে! আমরা দু’হাজার টাকা দেব। সঙ্গে বেকারদের চাকরিও।’’
বিরোধীরা পাল্টা প্রশ্ন তুলছে, “৫০০ টাকা ভিক্ষা হলে ২০০০ টাকা ভিক্ষা নয়?”

প্রসঙ্গত, ২০২১ সালে তৃতীয় বার ক্ষমতায় এসে ইস্তাহারে প্রদত্ত প্রতিশ্রুতি মেনে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পটি চালু করেছিল তৃণমূল সরকার। যে মহিলারা প্রান্তিক শ্রেণিতে আছপন, যাদের রোজগার নেই, সারাদিন পরিশ্রমের পর দিনান্তে যারা সামান্য কিছু রোজগার করেন, লক্ষ্মীর ভান্ডারের পাঁচশো টাকা রাজ্য সরকারের তরফে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে পাঠিয়ে দেওয়া হয়।
এখন প্রশ্ন উঠছে, এবার থেকে দেশের সব ভোটেই কি জনগণের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি না দিয়ে রাজনৈতিক দলের নেতারা ভাতা প্রদানের মাধ্যমে উন্নয়ন করবেন? কেন না যে রাজ্যেই ভোট হচ্ছে সেখানেই ১০০ ইউনিট বিদ্যুৎ বিলে ছাড়, গ্যাসের দাম হ্রাস, লক্ষ্মীর ভন্ডারের আদলে মহিলাদের মাসিক ভাতা প্রদানের প্রতিশ্রুতি প্রধান হয়ে দাঁড়াচ্ছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের তাহলে কি হবে? উঠছে এই প্রশ্ন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!