Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১২, ২০২৩

গণতন্ত্রকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তৃণমূল। পঞ্চায়েত নির্বাচন মামলার শুনানিতে আদালতে দাঁড়িয়ে অভিযোগ শুভেন্দুর

আরম্ভ ওয়েব ডেস্ক
গণতন্ত্রকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তৃণমূল। পঞ্চায়েত নির্বাচন মামলার শুনানিতে আদালতে দাঁড়িয়ে অভিযোগ শুভেন্দুর

রাজ্যে গণতন্ত্রকে ধ্বংস করার খেলায় নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকার। এর বিরুদ্ধে আমরা আদালতে, রাজ্য নির্বাচন কমিশনে, রাজভবনে আমাদের প্রতিবাদ জানাব, শাসকের বিরুদ্ধে লড়াই করব প্রতিটি ইঞ্চিতে। সোমবার কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত নির্বাচন নিয়ে তাঁর করা মামলার শুনানিতে প্রথমার্ধ থাকার পর কলকাতা হাই কোর্টের বাইরে এই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু এদিন বলেন, “আদালত শান্তিতে  গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করাতে চান, এটা আমি শুনানিতে থেকে বুঝেছি। আমি প্রথমার্ধের আড়াই ঘণ্টা শুনানিতে যা শুনলাম তাতে বিচারপতি বলেছেন, বিরোধীরা নির্বাচন বন্ধ করতে নয় শান্তিতে করতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় গত ১২ বছর ধরে রাজ্যের পঞ্চায়েত,পুরসভা, সাধারণ সমবায় নির্বাচন সহ সর্বত্র গণতন্ত্রকে ধ্বংস করেছে। আমরা ২০০৩ এর বামফ্রন্টের লুটের পঞ্চায়েত নির্বাচন ও ২০১৮ র তৃণমূলের লুটের পঞ্চায়েত দেখেছি। পশ্চিমবাংলায় ৭০ থেকে ৮০ টা ব্লকে বিরোধীরা যাতে মনোনয়ন দিতে না পারে তার জন্য পুলিশ তৃণমূলকে সহায়তা করেছে।”
শুভেন্দু অধিকারী এদিন গুরুতর অভিযোগ করে বলেন, “ডায়মন্ড হারবারের এসপি পুলিশের ওসি, আইসিদের কাছে নির্দেশ দিয়েছে, বিডিও অফিসের সামনে নয়, রাতে বাড়ি গিয়ে বিরোধীদের ব্যবস্থা করুণ। দ্বীপগুলোতে রাতে গিয়ে তণমূল ও পুলিশ বিরোধীদের উপর অত্যাচার চালাচ্ছে। আমরা রাজ্যপালের কাছে যাব, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক, মদ্যপ নির্বাচন কমিশনারের কাছে যাব, জানি তাতেও কাজ হবে না।”

শুভেন্দু অধিকারী এদিন অভিযোগ করে বলেন,  “সিভিক ভলান্টিয়ারদের জলপাই রঙের পোশাক পরিয়ে জেলার মধ্যে আদানপ্রদান করছে রাজ্য সরকার, যাতে কেউ কাউকে চিনতে না পারে। মমতা বন্দ্যোপাধ্যায়  দীর্ঘদিন কোনও স্থায়ী লোক নিয়োগ করেনি। চুক্তিতে লোক নিয়েছে। চুক্তির লোক নিয়েই মমতা প্রশাসন ভোট করবে।”
“৭০ হাজার বুথকে ৪২ হাজার পুলিশ কি করে পাহারা দেবে?” এই প্রশ্ন তুলে শুভেন্দু বলেন,  “লড়াই হবে আদালতে,কমিশনে। দেখেননি, গতকাল ঠাকুরবাড়ি দখল করতে গিয়ে বিরোধী বিজেপি এমপি, কেন্দ্রীয়মন্ত্রী, বিজেপির বিধায়ককে তাঁদের রক্ষী ও কেন্দ্রীয় বাহিনীর সামনে তৃণমূলের পুলিশ পিটিয়েছে। সংগ্রমী যৌথ মঞ্চকে বলব, আপনারা কেন্দ্রীয় বাহিনী না হলে ভোটে যাবেন না।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!