- দে । শ প্রচ্ছদ রচনা
- জুন ১৩, ২০২৩
স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট। বাড়ল না মনোনয়ন পেশের সময়সীমা। নির্দেশ কলকাতা হাইকোর্টের

স্পর্শকাতর ৭টি জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পঞ্চায়েত নির্বাচন করতে হবে। মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচন মামলায় কলকাতা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে এই নির্দেশ দিয়েছে। পাশাপাশি আদালত নির্দেশ দিয়ে বলেছে, শুধুমাত্র স্পর্শকাতর এলাকায়ই নয়, যেখানে রাজ্য পুলিশের অপ্রতুলতা আছে সেই সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই পঞ্চায়েত নির্বাচন করতে হবে। পাশাপাশি শান্তিতে ও সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন রাজ্য নির্বাচন কমিশনকেই করতে হবে বলেও আদালত নির্দেশ দিয়েছে। আদালত নির্দেশ দিয়েছে, সমস্ত বুথে সিসিটিভি লাগাতে হবে। যেখানে সিসিটিভও থাকবে না সেখানে ভিডিওগ্রাফি করতে। পাশাপাশি ত্রিস্তর পঞ্চায়েতের সবকটির গণনা একই সঙ্গে করতে হবে। সিভিক ভলান্টিয়ারদের ক্ষেত্রে আদালতের নির্দেশানুসারে কাজে লাগানো যাবে। চুক্তি কর্মীদের তখনই কাজে নেওয়া যখন একেবারে কর্মী পাওয়া যাবে না। অন্যদিকে যেখানে কেন্দ্রীয় বাহিনী থাকবে না সেখানে নির্বাচন কর্মীদের নিরাপত্তা দেবে রাজ্য নির্বাচন কমিশন। তবে মনোনয়নের সময়সীমা বাড়ছে না। এই বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনের উপরই ছেড়েছে কলকাতা হাইকোর্ট।
৭টি জেলাকে স্পর্শকাতর ঘোষণা করেছিল রাজ্য নির্বাচন কমিশন।
১। দক্ষিণ ২৪ পরগণা
২। উত্তর ২৪ পরগণার একাংশ
৩। পূর্ব মেদিনীপুর
৪। হুগলি
৫। বীরভূম
৬। জলপাইগুড়ি
৭। মুর্শিদাবাদ
এই সাতটি জেলায় কেন্দ্রীয় বাহিনী মেতায়েন করতে হবে বলে আদালত নির্দেশ দিল। প্রয়োজনে অন্য জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নিষয়টি কমিশন আলোচনার মাধ্যমে ঠিক করবে। রাজ্য নির্বাচন কমিশনকে পঞ্চায়েত আইন মেনে নির্বাচন সম্পন্ন করতে হবে।
প্রসঙ্গত কংগ্রেসের তরফে অধীর রঞ্জন চৌধুরী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী চেয়ে ও মনেনয়নের সময়সীমা বাড়ানোর দাবি জানায়। তবে মনোনয়নের সময় পরিবর্তিত হচ্ছে না।
বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “আদালত যে নির্দেশ দিয়েছে তা কার্যকর করার ক্ষেত্রে কমিশন কি করবে সেটা বলা সম্ভব নয়।”
❤ Support Us