Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ৩, ২০২৩

হাইকোর্টে খারিজ পঞ্চায়েত নির্বাচন বাতিলের মামলা

আরম্ভ ওয়েব ডেস্ক
হাইকোর্টে খারিজ পঞ্চায়েত নির্বাচন বাতিলের মামলা

সোমবার হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন বাতিল করতে চেয়ে কলকাতা হাই কোর্টে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল। ওই মামলায় পঞ্চায়েত ভোট বাতিলের পাশাপাশি, রাজ্যে রাষ্ট্রপতি শাসনের জন্য কেন্দ্রের কাছে রিপোর্ট চাওয়ার আর্জিও জানানো হয়েছিল। কোনও আবেদনই কলকাতা হাইকোর্টে টিকল না।

সোমবার হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চে এই মামলাটির শুনানি ছিল। মামলাকারীর আইনজীবী শ্রীধর চন্দ্র বাগাড়িয়া আদালতে জানান, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে অনেক প্রাণহানি হয়েছে। তাই ভোট অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত। রাজ্যের পরিস্থিতি বিবেচনা করে রাষ্ট্রপতি শাসনও জারি করা উচিত।
এ মামলা প্রসঙ্গে বিচারপতিদের পর্যবেক্ষণে জানানো হয়, পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলায় এর আগে হাই কোর্ট রায় দিয়েছে। এমনকি, সুপ্রিম কোর্টেও এই সংক্রান্ত মামলা উঠেছিল। এই মামলায় রায় শুনিয়েছে শীর্ষ আদালতও। সুপ্রিম কোর্ট থেকে নির্বাচন কমিশনকেও পঞ্চায়েত ভোট নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ভোট বাতিল করতে চেয়ে মামলা গ্রহণযোগ্য বলে মনে করছে না আদালত।

আইনজীবীরা জানান, নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার স্বার্থে এই মামলা শোনার প্রয়োজন রয়েছে আদালতের। কিন্তু এই আবেদন গ্রাহ্য হয়নি। মামলাটি খারিজ করে দেওয়া হয়েছে। এর ফলে পঞ্চায়েত নির্বাচন বাতিল করা ও রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গেল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!