Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুন ১৫, ২০২৩

পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের সব জেলাতেই কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ কলকাতা হাই কোর্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের সব জেলাতেই কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ কলকাতা হাই কোর্টের

রাজ্য নির্বাচন কমিশনের উপর ক্ষোভ উগরে নিরাপত্তা ও জীবন, সম্পত্তি রক্ষার স্বার্থে রাজ্যের সবকটি জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই পঞ্চায়েত নির্বাচন করতে হবে বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের এই নির্দেশ রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের কাছে বড় ধাক্কা।
পঞ্চায়েত ভোটে নিরাপত্তার জন্য রাজ্যের বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশন হাইকোর্টে গিয়ে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেন জানান। আর সেই মামলার শুনানিতেই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, রাজ্যের ২২টি জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই পঞ্চায়েত নির্বাচন করতে হবে।

বৃহস্পতিবার হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতির উদয় কুমারের বেঞ্চ এই নির্দেশ দিয়ে বলেন, রাজ্য নির্বাচন কমিশনকে ওই নির্দেশে দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে।

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়া নিয়ে অশান্তির আবহেই কলকাতা হাই কোর্টে কেন্দ্রীয়বাহিনীর সংক্রান্ত আদালতের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন। সেই আর্জির শুনানির পর রায় ঘোষণার সময় হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তাদের এই পর্যবেক্ষণ এবং নির্দেশ জানায়। যা পড়ে শোনান প্রধান বিচারপতি নিজেই।

এই নির্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘‘বুধবার হাই কোর্ট যে রায় দিয়েছিল তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কোনও পদক্ষেপ চোখে পড়েনি। আইনশৃঙ্খলার দিক থেকে দেখলে তারা এখনও কোনও স্পর্শকাতর এলাকা চিহ্নিত করতে পারেনি। কমিশন আরও দু’দিন সময় চেয়েছে। আদালত মনে করছে সময় যত গড়াবে পরিস্থিতি তত খারাপ হবে। তাই কমিশনকে নির্দেশ দেওয়া হচ্ছে, রাজ্যের সমস্ত জেলায় কেন্দ্রীয় বাহিনী চেয়ে আবেদন করবে। আদালতের এই নির্দেশ ৪৮ ঘণ্টার মধ্যে কার্যকর করতে হবে। কমিশনের আবেদন মতো বিনা খরচে কেন্দ্রীয় বাহিনী পাঠাতে হবে কেন্দ্রীয় সরকারকে।  রাজ্য সরকার কোনও খরচ দেবে না।’’

বৃহস্পতিবার রাজ্য সরকারের আইনজীবী আদালতকে জানিয়েছিল, পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় যাতে পুলিশবাহিনীর ঘাটতি না থাকে, সে জন্য বিভিন্ন পার্শ্ববর্তী রাজ্য থেকে পুলিশবাহিনী আনানোর ব্যবস্থা করছে তারা। কিন্তু আদালত বৃহস্পতিবার জানিয়ে দেয় পুলিশ নয়, কেন্দ্রীয়বাহিনীর নজরদারিতেই পঞ্চায়েত ভোট হবে রাজ্যে। কেন্দ্রীয় সরকারের কাছে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আবেদন করতে হবে কমিশনকে। আর রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের খরচ জোগাবে কেন্দ্র।
হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন শুভেন্দু অধিকারী সহ সব বিরোধী দলের নেতারা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!